Offbeat

ছবির ধাঁধা : ছবিটির মধ্য লুকিয়ে আছে একটি ভুল! দেখুন তো খুঁজে পান কি না

Advertisement
Advertisements

যা গরম এক খানা সুইমিং পুল (Swiming Pool) বাড়িতে থাকলে মন্দ হয় না। সারাদিন কার্যত সেই পুলের মধ্যেই শুয়ে বসেই দিন কাটাবেন। তবে সবার বাড়িতে কি আর সুইমিং পুল থাকার মতো অবস্থা আছে। প্রতিবেদনের শুরুতে এই কথা বলার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ আজকে সুইমিং পুল সংক্রান্ত একটি ধাঁধা (Optical Illusion) নিয়েই হাজির হয়েছি আপনাদের জন্য। যেখানে সুইমিং পুলের ফটো দেখে ভুল ব্যাপারটি খুঁজে বের করতে হবে।

ছবির ধাঁধা : ছবিটির মধ্য লুকিয়ে আছে একটি ভুল! দেখুন তো খুঁজে পান কি না

ফটোতে দেখা যাচ্ছে এক যুগল সান বাথ নিচ্ছে। পাশেই সুন্দর একটি সুইমিং পুল দেখা যাচ্ছে। দুজনের হাতেই আছে দুটি ড্রিঙ্কস। কার্যত এই ফটোতে একটা বড়োসড়ো ভুল লুকিয়ে আছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। পারবেন তো? আজকেই তাহলে আপনার দৃষ্টি শক্তির পরীক্ষা হয়ে যাবে। খুব মনোযোগ সহকারে এই ফটোটি দেখুন ও তারপরে উত্তর দিন।

আপনাকে মাত্র ৫ সেকেন্ড সময় দেওয়া হবে সঠিক উত্তর দেওয়ার জন্য। উত্তর খুঁজতে রীতিমতো শুরু করে দিয়েছেন। আপনার সময় তাহলে এখন থেকে শুরু হচ্ছে।





ছবির ধাঁধা : ছবিটির মধ্য লুকিয়ে আছে একটি ভুল! দেখুন তো খুঁজে পান কি না

সময় কিন্তু শেষ হয়ে গেল। কি উত্তর খুঁজে পেয়েছেন? তাহলে এবার আমাদের প্রতিবেদনের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। এই ফটোতে ভালো করে দেখুন সুইমিং পুল। সেই পুলে কিন্তু কোনো জল নেই বরং জল জমে বরফে পরিণত হয়েছে। আর এত গরমে কি সেটা সম্ভব। তাই ফটোতে বড়োসড়ো ভুল হয়েছে সুইমিং পুলের জল জমে বরফে পরিণত হওয়া। ফটোতে মার্ক করেও বুঝিয়ে দেওয়া হলো।