Offbeat

চোখের পরীক্ষা : আপনার দৃষ্টিশক্তি ১০/১০ হলে ‘GUY′ এর ভিড়ে খুঁজে দেখান ‘BUY′, সময় মাত্র ১৫ সেকেন্ড

আজকের প্রতিবেদনে উপস্থিত ফটোটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ‘GUY‘ শব্দটির মাঝেই লুকিয়ে রয়েছে অন্য একটি শব্দ। সেই শব্দটি আদতে কি সেটাই খুঁজে বের করতে হবে। সহজ এই দৃষ্টির খেলা খেলেই আপনাদের সফলতার পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে। তাইতো আবারো একটি চমৎকার খেলা নিয়ে হাজির হয়েছি। স্মার্ট ফোনের (Smart Phone) ব্যবহার করে আপনি যে কোনো জায়গা থেকে এই ধরণের খেলাটি খেলতে পারবেন।

 

প্রশ্নে দেখুন আপনাকে ‘BUY‘ শব্দটি খুঁজে বের করতে হবে। তবে ছবি জুড়ে শুধুই ঘোরাফেরা করছে ‘GUY‘। দারুণ দৃষ্টি শক্তি কি আছে আপনার কাছে? যার ফলে ১৫ সেকেন্ডের মধ্যে সঠিক শব্দটি খুঁজে বের করতে পারবেন? নিজের উপর বিশ্বাস রাখলে অবশ্যই আপনি আজকের এই চ্যালেঞ্জ নিতে পারেন। পুঁথিগত জ্ঞান নয় বরং আপনার দৃষ্টিশক্তি মাপার এই খেলায় দুর্দান্ত একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। বিশেষ ধরণের এই ধাঁধার (Optical Illusion) এখনও পর্যন্ত ৯৯% মানুষ সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন।

আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে।

ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।

তাড়াতাড়ি উত্তর দিন।

সময় ছুটে চলেছে।

এবার কিন্তু প্রায় শেষের পথে শেষ ৫ সেকেন্ড।

৫…৪…৩…২…১…

 

আপনার সময় শেষ হলো। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে ১২ খানা স্তম্ভ ও ১৫ টি সারি আছে। সেখানেই ১০ নম্বর স্তম্ভের, ৪ নম্বর সারিটি লক্ষ্য করুন। ইংরেজি ‘GUY‘ শব্দের বদলে ‘BUY‘ শব্দ দেখা যাচ্ছে। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। তাহলে আপনার উত্তরও যদি সঠিক হয় তাহলে আপনি ঈগলের চোখের অধিকারী সাথেই জিনিয়াস ব্যক্তিত্ব বলতেই হবে।