Offbeat

চোখের ধাঁধা : ছবিতে কয়টি গন্ডার দেখতে পাচ্ছেন? ১১ সেকেন্ডে সঠিক উত্তর দিলেই আপনি জিনিয়াস

Advertisement

চোখের সামনে গন্ডার (Rhino) দেখেছেন কোনোদিন? একটি বা দুটি নয় একসাথে ১০টি বা তারও বেশি গন্ডার। এবার সেই প্রাণীদের নিয়েই একটি মজার অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা নিয়ে হাজির হয়েছি। আজকের প্রতিবেদনে আপনাকে কতগুলি গন্ডার আছে তা খুঁজে বের করতে হবে। আপনার তীক্ষ্ণ দৃষ্টি শক্তি থাকলে তবেই ফটোর মধ্যে থেকে উত্তর খুঁজে বের করতে পারবেন।

চোখের ধাঁধা : ছবিতে কয়টি গন্ডার দেখতে পাচ্ছেন? ১১ সেকেন্ডে সঠিক উত্তর দিলেই আপনি জিনিয়াস

ফটোতে দেখুন মাথা নিচু করে দাঁড়িয়ে বেশ কয়েকটি গন্ডার দেখা যাচ্ছে। মজার বিষয় হলো এই ফটোতে যা দেখা যাচ্ছে সেটা কিন্তু নয়। সঠিক করে খুঁজে আপনাকে বলতে হবে কয়টি গন্ডার আছে ফটোতে। যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন মানতেই হবে আপনার দৃষ্টি শক্তি খুবই দুর্বল। চিন্তা নেই আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য।

এই দুর্দান্ত ধাঁধাটি কিন্তু সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে বলা যায়। সঠিক উত্তর খুঁজে বের করার জন্য আপনাকে ১১ সেকেন্ড সময় দেওয়া হবে। আপনার নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হলো।

১১
১০








চোখের ধাঁধা : ছবিতে কয়টি গন্ডার দেখতে পাচ্ছেন? ১১ সেকেন্ডে সঠিক উত্তর দিলেই আপনি জিনিয়াস

সময় কিন্তু শেষ হয়ে গেল। উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। এবার আমাদের প্রতিবেদনের উত্তরের সাথে মিলিয়ে নিন। ফটো এক ঝলক দেখলে ৯টি গন্ডার আছে মনে হচ্ছে। কিন্তু জানিয়ে রাখি প্রথম সারির বাঁ দিকে একটি নয় দুটি গন্ডার আছে। দ্বিতীয় সারির বাঁ দিকে দুটি আছে। একই সারির মাঝে তিনটি গন্ডার আছে। শেষের সারির মাঝে আছে দুটি ও একদম ডানদিকে তিনটি গন্ডার আছে। আপনাদের আরও ভালো করে বোঝার জন্য ফটোর মধ্যে নির্দিষ্ট চিহ্ন (Mark) দিয়ে বোঝানো হলো।