Offbeat

চোখের পরীক্ষা : ছবিতে এতগুলি ‘MOUSE’-এর ভিড়ে খুঁজে দেখান ‘HOUSE’,রইল ১৫ সেকেন্ড সময়

সরকারি চাকরি পেলে কিংবা রেজাল্ট ভালো করলেই বুদ্ধির পরিমান বোঝা যায়। তবে শুধুই কি তাই? সহজ ও সরল ধাঁধা খেলতেও দরকার আপনার উপস্থিত বুদ্ধির। সাথেই যদি দৃষ্টি শক্তি ভালো থাকে তাহলে তো আর কথাই নেই। আপনার সামনে কিছু শব্দ থাকবে আর তার থেকে ভুল শব্দটি খুঁজে বের করতে হবে। বাস থেকে ট্রেন সবেতেই এখন এই ধরণের খেলা খেলেন মানুষ। আজকের বিশেষ ধাঁধাটি তৈরী হয়েছে আপনার জন্য। ইংরেজি জ্ঞান ও আপনার দৃষ্টি শক্তি দুটিরই বিশেষ গুরুত্ব রাখে। আপনাকে তেমনই কিছু শব্দের মধ্যে থেকে অন্য একটি শব্দ খুঁজে বের করতে হবে।

আজকের প্রতিবেদনের প্রশ্নটি দেখে নিন। ফটোতে দেখা যাচ্ছে লেখা আছে ‘MOUSE‘। এই ফটোর মধ্যেই সামান্য বানান ভুল হয়েছে যার ফলে সেই ‘MOUSE‘ শব্দটি বদলে হয়ে গেছে ‘HOUSE‘। এই প্রশ্নই আপনাকে সমাধান করতে হবে। এই ধরণের খেলা খেললেই আপনি নিজের বুদ্ধি ও দৃষ্টি শক্তি মেপে নিতে পারবেন। উত্তর খুঁজে বের করার জন্য ১৫ সেকেন্ড সময় থাকবে। এখনও পর্যন্ত হাতে গোনা কিছু মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে।

ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।

তাড়াতাড়ি উত্তর দিন।

সময় একদম শেষের পথে।

আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন।

ফটোতে ‘MOUSE‘ লেখা মোট ৮ টি স্তম্ভ ও ১৬ টি সারি আছে। সেখানেই ৭ নম্বর স্তম্ভের ৩ নম্বর সারিটি লক্ষ্য করুন। ইংরেজি ‘MOUSE‘ নয় বরং লেখা আছে ‘HOUSE‘। ফটোতে বোঝার সুবিধার জন্য একটি বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। তবে আপনার উত্তর কি আমাদের উত্তরের সাথে মিলে গেছে? তাহলে অবশ্যই আপনার ঈগলের দৃষ্টি তা বলতেই হবে।