এই ২ টি ছবির মধ্যে রয়েছে ৫ টি পার্থক্য, রইলো ৩০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

ফাইন্ড দা ডিফারেন্স (Find The Difference) একধরনের মাথার খেলা। এতে দুটো একরকম দেখতে ছবির মধ্যে কিছু পার্থক্য লুকিয়ে থাকে। অল্প সময়ের মধ্যে এই লুকিয়ে থাকা পার্থক্য খুঁজে বের করাই হল চ্যালেঞ্জ। যেমন এই ছবিটিতে ৩০ সেকেন্ডের ভিতরে দুটো ছবির মধ্যে লুকিয়ে থাকা ৫ টা পার্থক্য খুঁজে বের করতে হবে।
ফাইন্ড দা ডিফারেন্স সমাধান করতে অনেকেই ব্যর্থ হন। উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তি একই সঙ্গে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা জিনিসকে দেখতে পারেন। তাই তাঁরা এই পার্থক্য সহজে খুঁজে বের করতে পারেন। অনেকেই কাজ করে ক্লান্ত হয়ে যাওয়া মাথাকে এইভাবে রিফ্রেশ করতে পছন্দ করেন। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় আজকাল এত মাথার ধাঁধা দেখা যায়।
এই ছবিতে একটা এনিমেটেড খামারের দৃশ্য রয়েছে। এর মধ্যে গরু, ভেড়া, শুয়োর ঘোড়া ইত্যাদি পশুকে দেখা যাচ্ছে তাদের সঙ্গে দুটো বাচ্চাকেও দেখা যাচ্ছে। পার্থক্যগুলো খুঁজে বের করা এতটা কঠিন। তাও আবার মাত্র ৩০ সেকেন্ড সময়ে? এটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আমরা বলব আপনি একটা জিনিয়াস। কারণ ৯৫% মানুষ এটা পারেননি।
ভালো করে দেখলে দেখা যাবে সত্যিই এখানে ৫ টা পার্থক্য রয়েছে। বাঁদিকের ছবিতে গাছে আপেল ধরেছে। দুটো বাচ্চাই সেখানে মেয়ে, এই ছবিতে একটা মাত্র ঘোড়া, তিনটি শুয়োর ও একটা কুকুর রয়েছে। ডানদিকের ছবিতে গাছে আপেল নেই, একটা ছেলে একটা মেয়ে, দুটো ঘোড়া, একটা বেড়াল ও দুটো শুয়োর রয়েছে। আপনি কি এগুলো খুঁজে পেলেন? আপনার সুবিধার জন্য এগুলো আমরা মার্ক করে দিলাম। এই ধরনের ধাঁধা নিয়মিত সমাধান করলে পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে।