OffbeatOptical Illusions

চোখের ধাঁধা : এই দুটো একইরকম দেখতে ছবির মধ্যে আছে 3 টি পার্থক্য, 13 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Spot The Difference: দুটি ছবিতে লুকিয়ে 3 টি পার্থক্য, উত্তর খুঁজে নিতে পারলেই জিনিয়াস

Optical Illusion:অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হলো এমন এক ধরনের ছবি যা খুব সহজেই আমাদের দৃষ্টিভ্রম করে। বলা ভালো এই ছবিগুলো এমন ভাবে তৈরি করা হয় যেগুলি দেখলে সম্পূর্ণ বদলে যায় দেখার ভঙ্গি। মাঝেমধ্যে ছবি থেকে খুঁজে বের করতে হয় নানান রকম অবয়ব, অক্ষর, সংখ্যা ইত্যাদি। এমন অনেকেই আছেন যারা মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নিতে ভরসা রাখেন এ ধরনের খেলায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ছবি। সেটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হলো আপনাদের।

আরও পড়ুনঃ এই শক্তিশালী বাইকে চড়েই লাদাখে ঘুরে বেড়াচ্ছেন রাহুল গান্ধী, সস্তায় লাদাখ ট্রিপের জন্য রইল সেরা 3 বাইকের খোঁজ

Today’s Optical Illusion

Humppy.com নিত্যদিন হাজির হয় নানান ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খেলা নিয়ে। আজও হলো না তার অন্যথা। আজকের প্রতিবেদনে পাশাপাশি তুলে ধরা হয়েছে দুটি ছবি। যেগুলি এক নজরে দেখলে মনে হবে হুবহু একই রকম। তবে আপনার যদি ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি থাকে তাহলেই কিন্তু ছবিতে লুকিয়ে থাকা বেশ কিছু পার্থক্য খুঁজে পাবেন সহজেই। মনে রাখবেন, এই ধাঁধা সমাধান করার জন্য আপনার হাতে রয়েছে 13 সেকেন্ড সময়।

সময় শুরু হয়ে গেছে

8

7

6

5

4

3

2

1

খুঁজে পেলেন পার্থক্যগুলো? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দুটি ছবির মধ্যে মোট 3 টি পার্থক্য রয়েছে।

দ্বিতীয়বার সময় শুরু হলো এখন

8

7

6

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

ভালো করে তাকান ছবিটির দিকে। দেখুন 2 টি ছবির মধ্যে রয়েছে মোট 3 টি পার্থক্য।

1) বাম দিকের ছবিতে বেড়ালের লেজের সাদা অংশটি ছোট হলেও ডানদিকের ছবিতে লেজের সাদা অংশটি রয়েছে বড়।

2) বাম দিকের ছবির বেড়ালের বাম দিকের চোখে একটি মাত্র সাদা দাগ থাকলেও ডান দিকের ছবিতে বিড়ালের বাম চোখে রয়েছে দুটি সাদা দাগ।

3) পার্থক্য রয়েছে প্রজাপতির পাখনায়।

খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই এমন মজার মজার খেলা নিয়ে হাজির হবো আমরা।