চোখের ধাঁধা: ছবি দুটির মধ্যে ৩ টি পার্থক্য রয়েছে, রইলো ১৩ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

কয়েক সেকেন্ডের মধ্যেই পারবেন দুটি ফটোর মধ্যে লুকিয়ে থাকা পার্থক্য খুঁজে বের করতে? সোশ্যাল মিডিয়াতে এখন এই ধরণের খেলায় মত্ত থাকে নেটিজেনরা। অবসর সময়ে নেটিজেনরা সবথেকে বেশি এই ধরণের ফটো পার্থক্যর খেলাই পছন্দ করে থাকেন। তাই আবারো আপনাদের জন্য দুর্দান্ত এই ফটোর মাধ্যমে ধাঁধা নিয়ে হাজির হয়েছি।
দেখুন ফটোতে একটি ছেলে কার্টুন চিত্র দেওয়া আছে। তবে দুটি ফটো একই রকম দেখতে লাগলেও মোট তিনটি পার্থক্য আছে যা চোখে পড়ার মতো। আপনাকে সেই পাঁচটি পার্থক্য খুঁজে বের করতে হবে। চেষ্টা করুন ও ভালো করে দেখুন ফটোটি। আপনাকে যদিও বেশ কয়েক সেকেন্ড সময় দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য।
মাত্র কয়েকজন মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। অনেকেই আবার বলেছেন এই প্রশ্ন ভুল। আপনার সময় শেষ হয়ে গেল তাহলে এবার আমাদের উত্তর দেওয়ার পালা।
১) প্রথম ফটোতে ফটোতে বই ধরে আছে হাতের আঙ্গুল দেখা যাচ্ছে না তবে দ্বিতীয় ফটোতে কিন্তু দেখা যাচ্ছে।
২) প্রথম ফটোতে পায়ের জুতো ও দ্বিতীয় ফটোতে পয়ের জুতোর মধ্যে পার্থক্য রয়েছে।
৩) পিঠে বাঁধা কাঠের একদম নিচে দেখুন 6 আকৃতি থাকলেও দ্বিতীয় ফটোতে সেটা পাল্টে গেছে।
আপনাদের সুবিধার জন্য ফটোতে মোট তিনটি পার্থক্য মার্ক করে দেখিয়ে দেওয়া হলো। খুব সহজ এই প্রশ্নের উত্তর আসা করি বুঝেছেন আপনারা। বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টি শক্তি প্রয়োগ করলেই সহজে দিতে পারবেন। আরও এই ধরণের খেলা নিয়ে হাজির হবো আপনাদের জন্য তাই পরের বার অবশ্যই উত্তর দেবেন এমনটা আশা করা যায়।