×
Offbeat

Math Puzzle: আপনি কি পারবেন এই অঙ্কের সঠিক উত্তর দিতে? ৯০% করতে পারে না

অংকের মাধ্যমে ধাঁধা কেমন লাগে আপনার? বর্তমানে এই ধরণের খেলার প্রচলন সবথেকে বেশি। অবসর সময়ে নেটিজেনরা সবথেকে বেশি এই খেলায় মত্ত থাকেন। তাই আবারো আপনাদের জন্য দুর্দান্ত একটি ধাঁধা নিয়ে হাজির হয়েছি। ইতি মধ্যেই এই ধাঁধা ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে উত্তর দেওয়ার লড়াই। তবে অনেকেই কিন্তু বলেছেন বর্তমান সময়ের সবথেকে কঠিন ধাঁধা এটি।

দেখুন ফটোতে কিছু বলিং পিন, বাস্কেটবল, ব্যাটমিন্টন ও টার্গেট বোর্ড দেখা যাচ্ছে। যেগুলির সাথে যোগ ও গুন করে কিছু উত্তর দেওয়া হয়েছে। তবে শেষে আপনাকে বলতে হবে প্রশ্নবোধক স্থানে কোন উত্তরটি সঠিক বসবে। চেষ্টা করুন ও ভালো করে দেখুন ফটোটি। আপনাকে বেশ কিছু সেকেন্ড দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। সময় এখন থেকেই শুরু হচ্ছে।

মাত্র ১% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। তবে আপনিও পারলেন না এই সহজ প্রশ্নের উত্তর দিতে। তাই আপনাদের জন্য নিচে সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হলো।

বোলিং পিন = বাস্কেটবল + বাস্কেটবল

টার্গেট বোর্ড ×৫ = বাস্কেটবল

বল ব্যাডমিন্টন + ৩ = ৮

বল ব্যাডমিন্টন = ৫

টার্গেট বোর্ড = বল ব্যাডমিন্টন

তাহলে শুধু টার্গেট বোর্ড = ৫

বাস্কেটবল = ২৫

এবং বোলিং পিন = ৫০

Math Puzzle: আপনি কি পারবেন এই অঙ্কের সঠিক উত্তর দিতে? ৯০% করতে পারে না -

খুব সহজেই আপনারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। শুধুমাত্র যদি একটু ভালো করে প্রশ্ন গুলি দেখেন তাহলেই আপনি উত্তর দিতে পারবেন। বন্ধু ও পরিবারের সাথে এই সুন্দর প্রশ্নটি ভাগ করে নিন যতদিন এবারই এমন প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে।