
ছোট থেকেই গণিত শিখেছেন কমবেশি সকলেই। ভবিষ্যতে যারা অংক নিয়ে এগিয়েছেন তাদের বিষয়টা অবশ্য আলাদা। তবে সোশ্যাল মিডিয়া আপনাদের আবারো একবার বীজ গণিত করার জন্য নিয়ে এসেছে দুর্দান্ত ধাঁধা। আসলে এই ধরনের ধাঁধা এখন সবথেকে বেশি মানুষের পছন্দের। তাই আবারো আপনাদের জন্য সুন্দর একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি।
প্রশ্নে দেখুন প্রাণী ও অন্যান্য জিনিস যোগ করে সংখ্যায় কিছু উত্তর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নে তিনটি ঘোড়া যোগ করে ৩০ উত্তর পাওয়া গেছে। দ্বিতীয়তে ঘোড়া ও ঘোড়ার খুড় মিলে যোগ করে পাওয়া গেছে ১৮। তৃতীয়তে ঘোড়ার খুড় ও বুট বিয়োগ করে হয়েছে ২। শেষের প্রশ্নে তাহলে আপনাকে বলতে হবে বুট +ঘোড়া ×খুড় =? এই প্রশ্নবোধক চিহ্নে কি বসবে।
মাত্র ১% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনারও সময় চালু হয়ে গেছে উত্তর দেওয়ার চেষ্টা করুন। তবে ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে। আপনিও পারলেন না তাহলে এই প্রশ্নের উত্তর দিতে। নিচে তাহলে উত্তর দিয়ে দেওয়া হলো।
Horse + Horse + Horse = 30
তাহলে একটি Horse = 10
Horse + 2 Horse Shoe + 2 Horse Shoe = 18
তাহলে 4 Horse Shoe = 8
একটি Horse Shoe = 2
2 Horse Shoe – 2 Boots = 2
– 2 Boots = – 2, তাহলে একটি Boot = 1
Boots + Horse x Horse Shoe = 1 + 10 x 2 = 11 x 2 = 22
অর্থাৎ বুট +ঘোড়া ×খুড় = ২২ উত্তর পাওয়া গেল। আবারো আপনাদের জন্য এমনই সুন্দর সুন্দর ধাঁধা নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি। তার মধ্যে অবশ্যই আপনারা পরিবার ও বন্ধুদের সাথে এই ধাঁধাটি ভাগ করে নিন।