
এই প্যাচপ্যাচে গরমে ভিড় ঠেলে ট্রেনে ওঠা কার্যত ভয়ানক একটা ব্যাপার। সেই কারণেই রাজ্য বা দেশে শুধু নয় সাড়া পৃথিবীতে ব্যাপকভাবে বাস চলাচল করে। কলকাতা সহ সম্পূর্ণ দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বাস একমাত্র ব্যবস্থা। সব জায়গায় যেহেতু ট্রেন চলাচল করে না তাই অধিকাংশ পথ কিন্তু আপনাকে বাসে করেই যাতায়াত করতে হয়। আবার অনেক মানুষ ভিড় এড়াতেও নিত্য দিনের ভরসা সেই বাস।
কিন্তু জানেন কি আদতে ‘Bus’ শব্দটি একটি ইংরাজি শব্দ। আর শুরু থেকে বাস নামেই সকলের সাথে পরিচিত। এমনকি আমাদের গ্রাম বাংলাতেও সবাই বাস বলেই সম্বোধন করে থাকেন প্রকান্ড এই যানটিকে। আপনি বলতে পারবেন Bus -কে বাংলায় কি বলে ডাকা হয়? তার আগে কিন্তু বাস সম্পর্কে একটু ইতিহাস প্রতিটা মানুষের জেনে নেওয়া উচিত।
১৮২০ সাল নাগাদ ইউরোপে বাস পরিষেবা ছিল তবে সেটা ঘোড়ায় টানা বাস। আপনারা ইন্টারনেটে সেই ফটো দেখতে পেয়ে যাবেন। ১৮৮২ সাল থেকে মোটর চালিত বাসের চলাচল শুরু হয়। তারপর থেকে আজকের বাসে কার্যত থাকা ও খাওয়ার মতো ব্যবস্থাও আছে। কিন্তু বাস কে বাংলায় কি বলা হবে সেটা কোনো বই কিংবা সংবাদ পত্রে নেই।
বাস শব্দের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, সাধারণ যাত্রীদের জন্য একটি নির্দিষ্ট রুটে আসা যাওয়ার জন্য বড় গাড়ি। কিন্তু বাস শব্দের প্রকৃত বাংলা অর্থ ‘যাত্রীবাহী বড় মোটরগাড়ি’। হ্যাঁ এই নামেই বাসকে বাংলায় ডাকা হলেও ৯৯% মানুষই এর নাম জানেন না। আপনি জানতেন? নিচে অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন কিন্তু।