Offbeat

‘বোতল’-এর বাংলা অর্থ কি? ৯৯% মানুষই বলতে পারেন না!

Advertisement

কেউ গ্লাসে আবার কেউবা বোতলে করে জল খায়। আসলে যে যেভাবে তৃপ্তি পায় সে সেভাবেই খায়। ভারতের বাজারে বিভিন্ন কোম্পানির জলের বোতলের চাহিদা আশাকরি কারোর কাছে অজানা নয়। এমনকি আজকালকার বাজারে বিভিন্ন ধরণের ফ্যাশনেবেল বোতলের চাহিদাও বেড়েছে। তবে, আপনারা জানেন কি বোতলের বাংলা নাম কি?

'বোতল'-এর বাংলা অর্থ কি? ৯৯% মানুষই বলতে পারেন না!

ইংরেজিতে Bottle বাংলায় বোতল নামেই বেশি পরিচিত। কিন্তু বোতলের আক্ষরিক বাংলা অনুবাদ অনেকের কাছেই অজানা। আজকের এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়েই বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক। তথ্য অনুযায়ী পূর্ব ফ্রেঞ্চ ভাষায় boteille শব্দ থেকে বোতল শব্দের উৎপত্তি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে রয়েছে অনেক বিতর্ক। অনেকে আবার দাবি করেছেন ল্যাটিন ও গ্রিক ভাষা থেকেও Bottle শব্দের উৎপত্তি হয়েছে।

'বোতল'-এর বাংলা অর্থ কি? ৯৯% মানুষই বলতে পারেন না!

তবে, বাংলাতেও কিন্তু বোতল শব্দের আক্ষরিক অর্থ স্পষ্ট নয়। কিন্তু অনেকে বোতলের বাংলা অনুবাদ হিসেবে বলেছেন যে, এটি সরু মুখবিশিষ্ট লম্বাটে কোনও পাত্র। যেটি কিনা জল রাখতে ব্যবহার করা হয়। তবে, আদতে কিন্তু বোতল শব্দের কোনো নির্দিষ্ট অভিধান পাওয়া যায়নি। আর তাইতো বোতল শব্দটিই বেশি প্রচলিত সব জায়গায়।

'বোতল'-এর বাংলা অর্থ কি? ৯৯% মানুষই বলতে পারেন না!

তাহলে জেনে গেলেন নিশ্চই বোতলের বাংলা নাম কি। এমন অনেক কিছুই আছে যা আমরা জানি না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের জানতে হয়। এটিও তেমন একটি।