×
Offbeat

ছবির মধ্যে লুকিয়ে আছে একটি কুকুর, রইলো ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

আমাদের প্রতিবেদনের মাধ্যমে এক ব্যক্তিকে আপনারা সাহায্য করতে পারবেন তার হারিয়ে যাওয়া সারমেয় টিকে খুঁজে দিতে? না বেশি কিছু করতে হবে না আপনাকে এই ধাঁধার সঠিক উত্তর দিতে হবে শুধু। সঠিক উত্তর দিলেই সারমেয়টিকে খুঁজে পাবেন তিনি। এখন তো ধাঁধা কিংবা অপটিক্যাল ইলিউশনের খেলায় মত্ত থাকে নেটিজেনরা।

তাই আপনাদের জন্যই নিয়ে এসেছি আজ দারুন একটা প্রশ্ন। নিশ্চয়ই বুঝতে পারছেন কি প্রশ্ন করা হয়েছে। তবুও ফটো সম্পর্কে আরও একবার বলে দেওয়া যাক। দেখুন এক ব্যক্তি ঘরের মধ্যে তার সারমেয়েটিকে খুঁজে চলেছে। যদি আপনি খুঁজে পান তাহলে অবশ্যই একটু সাহায্যে করবেন।

১০ সেকেন্ড সময় থাকবে যদিও আপনার কাছে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। অনেকেই ইতিমধ্যেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। তবে অনেকে বলেছেন ওই প্রশ্ন নাকি সম্পূর্ণ ভুল। কি আপনিও পারলেন না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে? ভালো করে আগে ফটোটি দেখুন।

ছবির মধ্যে লুকিয়ে আছে একটি কুকুর, রইলো ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ -

ফটোর একদম বাঁ দিকে সোফার নিচের থেকে দেখুন সারমেয়টি অল্প একটু মুখ বের করে আছে। আপনাদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেওয়া হলো ফটোর মধ্যে। এমনই দুর্দান্ত ধাঁধা নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো প্রতিবার। আসা করি পরের বার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন।