বুদ্ধির খেলা : দুটি ছবি দেখে বলুন একটি সবজির নাম, ১২ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

Brain Teaser : নিজেকে খুবই বুদ্ধিমান মনে করেন? সবার মাঝেই অফিস কিংবা বাড়িতে ভাবেন উচ্চ দৃষ্টি শক্তি আর তীক্ষ্ণ বুদ্ধি আছে আপনার? তাহলে আপনি ঠিকই প্রতিবেদনে এসে আটকে গেছেন। কারণ আজকের খেলা কোনো ফটো থেকে লেখা বা সংখ্যা খুঁজে বের করার নয়। বরং ফটো গুলি যুক্ত করে একটি সবজির নাম তৈরী করতে হবে আপনাকে। সোশ্যাল মিডিয়াতে (Social Medial) তো এই ধরণের খেলা সর্বদা ছেয়ে আছে।
আজ আপনাদের এক নয় বরং দুটি ফটোর মধ্যে থেকে সাংকেতিক চিহ্ন দেখে তাঁর উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি ঝটপট দেখে নিন –
প্রথম ছবিতে দেখুন, একটা মাটির হাঁড়ি+ একটা ইংরেজিতে লেখা @ + একটি পায়ের ছবি দেওয়া আছে। শেখান থেকেই আপনাকে একটি বিখ্যাত সবজির নাম বলতে হবে। আপনার কাছে আছে ১২ সেকেন্ড তাই সেই সময়ের মধ্যেই উত্তর দিতে হবে।
আবার দ্বিতীয় ছবিতে দেখুন, একটা লাল রঙে গাড়ি + একটি ইঁদুরের ছবি দেওয়া আছে। সেখানেও আপনাকে এর মাধ্যমে তৈরী করতে হবে একটা সবজির নাম। এর ক্ষেত্রেও ১২ সেকেন্ড সময় পাবেন।
ইতিমধ্যেই প্রথম প্রশ্নের আপনাকে দেওয়া ১২ সেকেন্ড সময় কিন্তু শেষ হয়ে গেছে। যদি উত্তর পেয়ে থাকেন আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেওয়া উত্তরের সাথে এবার মিলিয়ে দেখুন।
প্রথম প্রশ্নের উত্তর – মাটির হাঁড়ি আছে অর্থাৎ ইংরেজিতে বলা হয় ‘Pot’, আছে একটি @ অর্থ্যাৎ এটা থেকে At, পায়ের ছবি মানে Toe। এবার একটি এককরলে হচ্ছে Pot+At+Toe= Potato কিংবা আলু।
দ্বিতীয় প্রশ্নের সময়ও শেষ হয়ে গেছে তাই উত্তরটি মিলিয়ে দেখুন, লাল রঙে গাড়ি অর্থাৎ Car + ইঁদুর অর্থাৎ Rat। তাহলে এই দুটি একত্রে কোরলে Car+Rat= Carrot, অর্থাৎ গাজর।
আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা প্রতিবেদনের শেষে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইরকমই আরও মাথার বুদ্ধির খেলা নিয়ে হাজির হবো।