বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে কোন সবজির কথা বোঝানো হচ্ছে, ৯৯% মানুষ হয়েছেন ব্যার্থ!

সোশ্যাল মিডিয়াতে (Social Media) সবচেয়ে আকর্ষণীয় (Interesting) কোন বিষয় জানেন? অবিলম্বে উত্তর হবে বুদ্ধির খেলা। সময় ও সুযোগ পেলে প্রতিটি মানুষ চায় নিজের বুদ্ধি ঝাঁকিয়ে নিতে। আপনিও নিশ্চয়ই সেই খেলা খেলতে ভালোবাসেন। বিশেষ করে তো ছোট শিশুদের বুদ্ধি বাড়াতে এই ধরণের খেলা এখন প্রয়োগ করা হয়। আজকের খেলা কিন্তু তেমনই ছোট শিশুদের জন্যই মূলত তৈরী। কথা না বাড়িয়ে চলুন আজকের প্রশ্নটি আগে দেখে নেওয়া যাক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে একটি ছবি। দেখা যাচ্ছে দুটি ফটো আছে। আদতে এই দুটি ফটো সংকেত হিসাবে ব্যবহার করা হয়েছে। যেখানে আপনাকে সংকেত দুটির থেকে একটি সবজির নাম খুঁজে বের করতে হবে। ফটোটির বাঁ দিকে উপরে আছে একটি মেয়ের দৌড়ানোর মুহুর্ত। আর নীচে দেখা যাচ্ছে একটি মৌমাছি। এবার এই দুই সংকেত নিয়েই সেই সবজির নাম খুঁজে বের করতে হবে। আপনার আগে প্রচুর মানুষ উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শুধুমাত্র ১% মানুষ সফল হয়েছেন। আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য ১৫ সেকেন্ড সময় দেওয়া হবে। কি পারবেন তো উত্তর দিতে? তাহলে তার মধ্যেই সঠিক উত্তর দিতে হবে।
এখন থেকে সময় শুরু হচ্ছে আপনার।
সময় চলছে উত্তর দিন।
আর কিছু সময় বাকি আছে।
৫
৪
৩
২
১
সময় শেষ।
এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন আপনার উত্তর সঠিক হয়েছে কি না। ফটোতে আছে একজন চলে যাচ্ছে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি ‘Go‘। দ্বিতীয় ফটোতে আছে মৌমাছি অর্থাৎ ‘Bee‘। দুটো একসাথে করলে উত্তর হবে গো + বি = গোবি অর্থাৎ বাংলায় যাকে বলা হয় বাঁধাকপি। যাদের উত্তর সঠিক হয়েছে তারা সত্যি জিনিয়াস। খুব অথচ মজাদার এই খেলাতেই এখন মজে আছেন সকলে।