
ফটোর মধ্যে থেকে সাংকেতিক চিহ্নর মাধ্যমে সিনেমার নাম খুঁজতে পারবেন। ছোট শিশুদের (Children) এই ধরণের খেলা পছন্দের। আর তাদেরকে অভিভাবকেরাও বুদ্ধি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের খেলায় মত্ত করেন তাদের। বিজ্ঞানের (Science) ভাষায় পাঁচ বছর বয়স থেকেই সম্পূর্ণ বুদ্ধির বিকাশ হয় যে কোনো শিশুর। তাই সেই সময় যদি আপনি এই ধরণের ধাঁধা খেলা সামনে পেশ করতে পারেন খুবই ভালো। অনায়েসেই আপনার শিশু হয়ে উঠবে বুদ্ধিমান। তবে আজকের ধাঁধা বেশি মজার ও বুদ্ধি বাড়ানোর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হয়েছে একটি ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে দুটি অক্ষর ও একটি পাখি। সেগুলি যুক্ত করলে একটা সিনেমার (Film) নাম বের হবে। ছবিতে ইংরেজিতে লেখা আছে ‘B’। তারপরে যোগ চিহ্ন দিয়ে আছে একটি পেঁচার ছবি। তারপরে আবারো যোগ চিহ্ন দিয়ে লেখা আছে ইংরেজিতে ‘T’। তাহলে এর থেকে একটা সিনেমার নাম তৈরী করে বলতে হবে। কি পারবেন তো সেই সিনেমার নাম কি হবে তা বলতে?
আপনার আগে যদিও বহু মানুষ চেষ্টা করেছিল। কিন্তু শুধুমাত্র ৫% মানুষ উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য ৯ সেকেন্ড সময় দেওয়া হবে। তার মধ্যেই সঠিক উত্তর দিতে হবে। বুদ্ধির খেলায় কিন্তু জিততেই হবে। এখন থেকেই সময় শুরু হচ্ছে। উত্তর খুঁজতে শুরু করে দিন।
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
সময় শেষ। কি খুঁজে পেয়ে গেছেন উত্তর? বিশেষ চিন্তার কিছু নেই। আপনাকে আমরাই এই প্রতিবেদনে সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি। ছবিতে দেওয়া আছে B+ পেঁচার ফটো + T। পেঁচার ইংরেজি Owl। তাহলে একসাথে সবকটি ধরলে হচ্ছে B+ Owl +T= Bolt। বিখ্যাত হলিউডের (Hollywood) এই সিনেমাটি অনেকেই দেখেছেন। মজাদার এই ধাঁধার খেলায় কিন্তু প্রচুর মানুষ মেতে আছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তারা জিনিয়াস বটেই।