বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে থাকা যুবতীর নাম কি, ৯৯% মানুষ হয়েছেন ব্যর্থ

স্মার্ট ফোন নিজের হাতে থাকলে নিশ্চয়ই দিনের বেশিরভাগ সময় ঘাঁটাঘাঁটি করেন। তবে আদতে কি কোনো কাজ নয় না শুধুই সময়ের ব্যয়। অন্যদিকে কিন্তু আপনার বন্ধু দিনদিন হয়ে উঠছে ব্যাপক বুদ্ধিমান। নিশ্চয়ই এই সাফল্যের পিছনের কারণ জানতে চান। কারণ আলাদা করে বলতে গেলে বলা হয় ধাঁধা কিংবা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। হ্যাঁ ঠিকই ধরেছেন ছোটবেলার সেই খেলাকে সঙ্গী বানিয়েই আপনার বন্ধু আজ অনেকটাই এগিয়ে গেছে। আপনিও নিশ্চয়ই এগোতে চান?
তাহলে দেরি নয় আজ থেকেই কাজে লেগে পরুন। এক্ষুনি আজকের সবথেকে ভাইরাল (Viral) একটি ধাঁধার সমাধান করার চেষ্টা করুন। যেখানে কিছু সংকেত থেকে আপনাকে ছবিতে থাকা মেয়েটির নাম কি হবে তা বলতে হবে। কি চেষ্টা করবেন? তাহলে চলুন প্রশ্নটি আগে দেখে নিন। ফটোতে ডানদিকে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন। আর বাঁ পাশে আছে কিছু বিশেষ সংকেত।
প্রথমে আছে এক জোড়া চোখ তারপরে আছে একটি তারা বা স্টার। এই সংকেত থেকে আপনাকে মেয়েটির নাম খুঁজে বের করতে হবে। সময় আছে মাত্র ১০ সেকেন্ড। তার মধ্যেই আপনাকে দিতে হবে সঠিক উত্তর। বুদ্ধির এই খেলায় জিততে পারলেই আপনার বন্ধুকে হারাতে পারবেন। সময় কিন্তু ছুটে চলেছে উত্তর দিন।
সময় যেহেতু শেষ এবার আমরা উত্তর দেবো। দেখুন প্রথম সংকেত ছিল চোখ বা যাকে বলা হয় ‘নয়ন’। আর তার নিচে রয়েছে তারা বা স্টার। তাহলে একসাথে করলে নয়ন+ তারা = নয়নতারা। অর্থাৎ যুবতীর নাম হলো নয়নতারা। যদি আপনার উত্তর, আমাদের প্রতিবেদনের উত্তরের সাথে মিলে যায় তাহলে বুদ্ধি আছে আপনার মানতেই হবে। অবিলম্বে আপনার বন্ধুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ক্ষমতা আছে আপনার।