Offbeat

বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম কি, ৯৯% মানুষ হয়েছেন ব্যর্থ

Advertisement
Advertisements

হাতে স্মার্ট ফোন তো আছে কিন্তু আপনি আদেও স্মার্ট তো? এই মানে ব্যাপার টা আপনি ঠিক যেমন ভাবছেন তেমনটা নয়। মানে আপনার মগজে বেশ ভালো বুদ্ধি আছে তো? কারণ সোশ্যাল মিডিয়া খুললে এখন একটি জিনিসেরই বারবাড়ন্ত হয়েছে। আর তা হলো ধাঁধা (Optical Illusion)। কার্যত এই ধাঁধা গুলি এখন মানুষের সময় কাটানোর আসল সঙ্গী। একঘেয়েমি দূর করতে এ জাতীয় ধাঁধার সমাধান করতেও বেশ পছন্দ করেন। বিশেষজ্ঞরা বিভিন্নভাবে বলেছেন বুদ্ধি দিয়ে কঠিন ধাঁধার সমাধান চটপট করলে বেশি স্মার্ট হয়ে ওঠা সম্ভব। আজ তেমনই একটি স্মার্ট ধাঁধা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে একটি ছবি। যেখানে ফটোর মধ্যে থেকে আপনাকে একটি মহিলার নাম খুঁজে বের করতে হবে। ফটোতে থাকবে কিছু সংকেত। আর সেই সংকেত থেকেই আপনাকে ছবিতে থাকা মেয়েটির নাম বলতে হবে। দেখুন ছবির ডানদিকে মেয়েটিকে দেখা যাচ্ছে। তার বাঁ পাশে কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া রয়েছে। যার মধ্যে রয়েছে একটি গরু (Cow) ও একটি গাছের (Tree) ফটো।

এই সংকেত থেকে আপনাকে সেই মেয়েটির নাম কি হবে তা খুঁজে বের করতে হবে। শুধুমাত্র ১% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। উত্তর খুঁজতে শুরু করে দিন সময় শুরু হয়ে গেছে। নিশ্চয়ই এর মধ্যে পেয়ে গেছেন।

সময় কিন্তু একদম শেষের পথে।

৩…২…১…

বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম কি, ৯৯% মানুষ হয়েছেন ব্যর্থ

আপনার সময় শেষ। তবে বিশেষ চিন্তার কিছু নেই। আপনাকে আমরাই এই প্রতিবেদনে এবার সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি। ফটোতে আছে একটি গরু যাকে আমরা গাই বলতে পারি। আবার গাছ মানে ইংরেজিতে ‘Tree‘। এই দুটি একসাথে করলে তাহলে হচ্ছে গাই+ট্রি =গায়েত্রী। এর থেকেই বোঝা যাচ্ছে মেয়েটির নাম হবে গায়েত্রী। মজাদার এই ধাঁধা খেলায় কিন্তু প্রচুর মানুষ মেতে আছেন। আপনার উত্তর সঠিক হয়েছে? তাহলে অতি অবশ্যই আপনি একজন জিনিয়াস।