বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে কোন ফলের কথা বোঝানো হচ্ছে? ৯৯% মানুষ হয়েছেন ব্যার্থ!

ছোট শিশুদের মাথার বুদ্ধি বাড়ানোর জন্য বিশেষ খেলায় সামিল করানো হয়। তাই সেই সময় যদি আপনি দৃষ্টিশক্তি প্রখর করার খেলা খেলতে দেন তাহলে চিন্তা নেই। অনায়েসেই আপনি চাইবেন আপনার শিশু হয়ে উঠুক সবথেকে বুদ্ধিমান (Intelligent)। তাই জন্যই শিশুদের বুদ্ধি বৃদ্ধি ও ইংরেজি সেখার একটা দুর্দান্ত কৌশল নিয়ে হাজির হয়েছি। আপনার শিশুকে অবশ্যই এই খেলাটি খেলতে আগ্রহ জাগাবে যা পড়া ও বুদ্ধি উভয় একসাথে করতে সাহায্য করবে। আগে প্রশ্নটি দেখে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) এই ছবিতে দেখা যাচ্ছে দুটি সংকেত। প্রথমে আছে এক ব্যক্তির ফটো ও দ্বিতীয় সংকেত একজন মেয়ে দৌড়াচ্ছে। জানিয়ে রাখি এই সংকেত থেকে আপনাকে একটি ফলের নাম (Fruit Name) খুঁজে বের করতে হবে। হ্যাঁ খুব সহজ ও মজাদার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সকলে।
আপনার আগে যদিও প্রচুর মানুষ এর চেষ্টা করেছিল। তবে শুধুমাত্র ১% মানুষ সফল হয়েছেন। আপনার জন্য ১৫ সেকেন্ড সময় বরাদ্দ আছে। তার মধ্যেই সঠিক উত্তর দিতে হবে। উত্তর খুঁজতে শুরু করে দিন। আপনার সময় কিন্তু শুরু হয়ে গেছে। তীক্ষ্ণ দৃষ্টি ও উচ্চ বুদ্ধি থাকলেই সম্ভব এই প্রশ্নের উত্তর দেওয়া।
কি খুঁজে পাচ্ছেন না উত্তর?
সময় কিন্তু শেষের পথে।
৩…২….১…
বিশেষ চিন্তার কিছু নেই। উত্তর দিতে না পারলেও আপনার সন্তানকে আমাদের প্রতিবেদনে দেওয়া উত্তরটি অবশ্যই দেখাবেন।
প্রথম সংকেতে একজন মানুষকে দেখা যাচ্ছে যাকে ইংরেজিতে বলে ‘Man‘। দ্বিতীয় সংকেত আছে যেখানে দেখা যাচ্ছে একজন মেয়ে দৌড়াচ্ছে অর্থাৎ যাচ্ছে যার ইংরেজি ‘Go‘। দুটি জিনিস এক করলে হচ্ছে MAN+ GO = MANGO। মজাদার এই ধাঁধার খেলায় কিন্তু প্রচুর মানুষ মেতে আছেন। খুব সহজ এই প্রশ্নের উত্তর। যারা সঠিক দিয়েছেন তাদের বলতেই হবে জিনিয়াস। তবে যারা পারলেন না চেষ্টা চালিয়ে যাবেন।