Offbeat

বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে কোন বলিউড সিনেমার কথা বোঝানো হচ্ছে, ৯৯% মানুষ হয়েছেন ব্যার্থ

Dumb Charades‘ বিখ্যাত এই খেলা খেলেছেন নিশ্চয়ই। আর ছোট বাচ্চাদের তো এই খেলা লেগেই থাকে। কিন্তু জানেন কি আবারো বিখ্যাত সেই খেলা ফিরেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। বিজ্ঞানীদের মতামত অনুযায়ী পাঁচ বছর বয়স থেকেই সম্পূর্ণ বুদ্ধির বিকাশ হয়। তাই সেই সময় যদি আপনি বুদ্ধির বিভিন্ন খেলার সাথে যুক্ত করতে পারেন আপনার সন্তান অনায়েসেই হয়ে উঠবে সবার থেকেই আলাদা। তবে আজকের এই অনুমান করার খেলাটি বেশ মজাদার ও অন্যরকম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হয়েছে একটি ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে দুটি সংকেত। সেই দুটি সংকেত মিলে তৈরী হচ্ছে একটি বিখ্যাত হিন্দি সিনেমার নাম। দেখুন বাঁ দিকে একটি হাত জোড় অবস্থায় দেখা যাচ্ছে। তার নীচে UK এর পতাকা ভেসে উঠেছে। আর এই দুই ফটোর থেকেই আপনাকে সেই সিনেমার নাম খুঁজে বের করতে হবে। কি পারবেন তো সেই সিনেমার নাম কি হবে তা বলতে?

আপনার আগে হাজার হাজার মানুষ এর চেষ্টা করেছিল। কিন্তু খুব অল্প মানুষ সফল হতে পেরেছেন। আপনার জন্য ১৫ সেকেন্ড সময় বরাদ্দ আছে। তার মধ্যেই সঠিক উত্তর দিতে হবে। তবে উত্তর দেওয়ার জন্য কিছু সাহায্য করা যেতে পারে। এই যেমন ধরুন সেই সিনেমায় অভিনয় করেছিলেলেন অক্ষয় কুমার (Akshay Kumar) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। এই টিপস পেলে এনার নিশ্চয়ই উত্তর দেওয়া অনেকটা সহজ হয়ে উঠবে।

আপনার সময় কিন্তু প্রায় শেষ।

৩…২….১…

শেষ হলো এবার আপনার সময়।

এবার আপনার উত্তরের সাথে আমাদের উত্তর দেখে নিন। শুরুতে আছে একটি হাত জোড় ফটো অর্থাৎ বাংলায় আমরা নমস্কার বলি ও হিন্দিতে বলা হয় নমস্তে। দ্বিতীয়তে আছে UK দেশের পতাকা। সেখানের বিখ্যাত শহর ও রাজধানী লন্ডন। এবার সেই দুটি শব্দ এক করলে নমস্তে + লন্ডন = নমস্তে লন্ডন। বিখ্যাত এই সিনেমাটি অনেকেই দেখেছেন। মজাদার এই ধাঁধার খেলায় কিন্তু প্রচুর মানুষ মেতে আছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাদেরকে জিনিয়াস বলতে কোনো বাঁধা নেই।