বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে থাকা ছেলেটির নাম কি, ৯৯% মানুষ হয়েছেন ব্যর্থ

সোশ্যাল মিডিয়াতে (Social Media) সবচেয়ে আকর্ষণীয় (Interesting) বর্তমানে আপনার কোন বিষয় মনে হয়? উত্তর হবে নিশ্চয়ই ধাঁধা ও বুদ্ধির খেলা গুলি। সময় ও সুযোগ পেলে আপনি নিশ্চয়ই সেই খেলা খেলতে ভালোবাসেন। বিশেষ করে তো ছোট শিশুদের বুদ্ধি বাড়াতে এই ধরণের খেলা এখন প্রয়োগ করা হয়। আজকের খেলা কিন্তু তেমনই ছোট শিশু সংক্রান্ত। কথা না বাড়িয়ে চলুন আজকের প্রশ্নটি আগে দেখে নেওয়া যাক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে একটি ছবি। দেখা যাচ্ছে একটি ছোট শিশুর ফটো। তবে ফটো দেখেই কি আপনি সেই ছেলেটির নাম বলতে পারবেন? ফটোতে এমন কিছু বিশেষ সংকেত আছে যা থেকে সেই ছেলেটির নাম আপনাকে তৈরী করতে হবে। ফটোটির ডানপাশে আছে কিছু সাংকেতিক চিহ্ন। যার মধ্যে প্রথমে রয়েছে একটি মৌমাছির ছবি। আর তার নিচে রয়েছে সবার পরিচিত টম অর্থাৎ সেই বিখ্যাত ইঁদুরের ফটো।
আপনার আগে প্রচুর মানুষ উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শুধুমাত্র ১% মানুষ সফল হয়েছেন। আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। কি পারবেন তো উত্তর দিতে? তাহলে তার মধ্যেই সঠিক উত্তর দিতে হবে। এখন থেকে সময় শুরু হচ্ছে আপনার।
১০
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
ব্যাস আপনার সময় শেষ হয়ে গেল। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন আপনার উত্তর সঠিক হয়েছে কি না। ফটোতে আছে মৌমাছি অর্থাৎ ‘Bee‘ বা ‘বি‘। তার নিচে আছে টম অর্থাৎ একটি ইঁদুর বা ‘Rat‘। দুটো সংকেত এবার মিলিয়ে দেখলে হয় বি + র্যাট = বিরাট। সেখান থেকে বোঝা যাচ্ছে ছেলেটির নাম হবে ‘বিরাট‘। যাদের উত্তর সঠিক হয়েছে তারা সত্যি জিনিয়াস।