৯৯% মানুষ হয়েছেন ব্যর্থ! আপনি কি পারবেন এই ছবিতে উল্লেখিত প্রশ্নের উত্তর দিতে?

অংকের মাধ্যমে ধাঁধা কেমন লাগে আপনার? জানি এখন তো এই ধরণের খেলার প্রচলন সবথেকে বেশি। অবসর সময়ে নেটিজেনরা সবথেকে বেশি খেলাতেই মত্ত থাকে। তাই আবারো আপনাদের জন্য দুর্দান্ত একটি অংকের মাধ্যমে ধাঁধা নিয়ে হাজির হয়েছি। ইতি মধ্যেই এই ধাঁধা ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে উত্তর দেওয়ার লড়াই। আপনিও নিশ্চয়ই জানতে চান প্রশ্ন।
দেখুন ফটোতে কিছু বাড়ি, বিড়াল ও কুকুরের অংক। আপনাকে সেখান থেকে দেখে ভালো করে দেখে বলতে হবে প্রতিটি বাড়ি, কুকুর ও বিড়ালের মান কত? চেষ্টা করুন ও ভালো করে দেখুন ফটোটি। আপনাকে যদিও বেশ কিছু সেকেন্ড দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। সময় এখন থেকেই শুরু হচ্ছে।
মাত্র কয়েকজন মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। অনেকেই আবার বলেছেন এই প্রশ্ন ভুল আছে। টবে আমরা বলছি এই সহজ প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব হবে। আপনিও তাহলে উত্তর দিতে পারলেন না তাই তো। ফটোটি ভালো করে দেখুন –
বাড়ি + বাড়ি = 8
অর্থাৎ একটি বাড়ি = 4
দুটি বিড়াল + কুকুর = 12
দুটি বাড়ি + কুকুর + কুকুর = 20
কুকুর = 6
২ টি বিড়াল = 6
বিড়াল = 3
তাহলে বুঝলেন বিড়ালের মান ২, বাড়ির মান ৪ ও কুকুরের মান ৬ কিভাবে খুব সহজেই নির্ণয় করা সম্ভব হলো। আরও এই ধরণের প্রশ্ন যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তার আগে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে এই দুর্দান্ত ধাঁধাটি ভাগ করে নিন।