Offbeat

চোখের পরীক্ষা: অনেকগুলি ‘TOOTH’ শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে ১ টি ‘TEETH’, রইলো ৬ সেকেন্ডে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ

Advertisement
Advertisements

Optical Illusion: আমরা চলতি কথায় অনেক সময় বলি ঈগলের চোখকে ফাঁকি দেওয়া যায় না। কারণ আকাশের অনেক উঁচু থেকে এই পাখি নিজের শিকার খুঁজে নেয়। আপনারও কি ঈগলের মতো দৃষ্টি আছে? কোনো শিকার নয় বরং ফটোর মধ্যে থেকে সঠিক শব্দ খুঁজে বের করা দৃষ্টি থাকলে সঠিক প্রতিবেদনে উপস্থিত হয়েছেন। ধাঁধার সাথেই কিন্তু এই খেলা ইংরেজিরও। বুঝেই গেছেন নিশ্চয়ই অপটিক্যাল ইলিউশনের জবরদস্ত একটা খেলা নিয়ে আবারো হাজির হয়েছি আপনাদের জন্য।

চোখের পরীক্ষা: অনেকগুলি ‘TOOTH’ শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে ১ টি ‘TEETH’, রইলো ৬ সেকেন্ডে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ

আসলে সোশ্যাল মিডিয়া এখন এই ধরণের খেলার জন্য সরগরম বলতে পারেন। প্রতিদিন এই খেলার মাধ্যমে প্রচুর সংখ্যক দর্শক যোগদান করেন। দেখুন ফটো জুড়ে লেখা আছে ‘TOOTH’। তবে এই ইংরেজি অক্ষরের ভিড়ে আরও একটি শব্দ লুকিয়ে আছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। ৬ সেকেন্ডের মধ্যে মাত্র ৩% মানুষ এখনও পর্যন্ত সঠিক উত্তর দিতে পেরেছেন।

আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? নির্দিষ্ট সময় যদিও এখন থেকেই শুরু হচ্ছে আপনার। ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতে শুরু করলো খুব ভালো করে দেখে তারপরে উত্তর দিন। চেষ্টা করা থামাবেন না কারণ আপনার সময় একদমই শেষের পথে। কি আপনি পারলেন না তাই তো? তাহলে এবার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যাক আপনাকে।

চোখের পরীক্ষা: অনেকগুলি ‘TOOTH’ শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে ১ টি ‘TEETH’, রইলো ৬ সেকেন্ডে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ

পাঁচ নম্বর লাইনের নয় নম্বর সারিতে দেখুন ‘TOOTH’ নয় বরং লেখা হয়েছে ‘TEETH’। ফটোর মধ্যে মার্ক করেও আপনার বোঝার সুবিধার জন্য দেখিয়ে দেওয়া হলো। সুতরাং বুঝলেন কত সহজ ছিল এই প্রশ্নের উত্তর। পরের বার আসা করা যায় আপনি এই ধরণের প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন।