Advertisement
Offbeat

ছবির ধাঁধা: ৯৯% ব্যর্থ! আপনি কি পারবেন ছবিতে লুকিয়ে থাকা ভুলটিকে খুঁজে বের করতে?

Advertisement
Advertisements

ছোট বেলায় ফটোর মাধ্যমে ধাঁধা নিশ্চয়ই অনেকবার খেলেছেন। আর সেই খেলাই বর্তমানে আবারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়েছে। অবসর সময়ে নেটিজেনরা সবথেকে বেশি এই ধরণের ফটো ধাঁধার মাধ্যমেই সময় কাটাতে পছন্দ করে থাকেন। তাই আপনাদের জন্য এই প্রতিবেদনে দুর্দান্ত একটি ফটোর মাধ্যমে ধাঁধা নিয়ে হাজির হয়েছি যেখানে আপনাকে ফটোর মধ্যে লুকিয়ে থাকা একটি ভুল খুঁজে বের করতে হবে।

ছবির ধাঁধা: ৯৯% ব্যর্থ! আপনি কি পারবেন ছবিতে লুকিয়ে থাকা ভুলটিকে খুঁজে বের করতে?

Advertisements

ফটোতে দেখা যাচ্ছে একটি বাড়ি ও ওপর দিকে বেশ কয়েকটি বড়ো লম্বা গাছ। বাড়িটির মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে ঠিক তেমনই অত্যাধিক হাওয়ার ফলে গাছটি খুব দ্রুত নড়ছে। তবে ফটোটি সম্পূর্ণ সঠিক লাগলেও বড়োসড়ো কিন্তু একটা ভুল আছে ফটোতে। সেই লুকিয়ে থাকা ভুল আপনাকে খুঁজে বের করতে হবে। ফটোটি ভালো করে দেখুন ও তার পরে চেষ্টা করুন। আপনাকে ৫ সেকেন্ড সময় দেওয়া হবে ছবি থেকে সেই ভুল খুঁজে বের করার জন্য।

Advertisements

মাত্র কিছু শতাংশ মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। অনেকেই আবার বলেছেন এই প্রশ্নই নাকি সম্পূর্ণ ভুল, ফটোতে কোনোরকম ভুল নেই। তবে আমরা বলছি ফটোতে ভুল আছে। আর সহজ এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব। ধীরে ধীরে আপনার দেওয়া নির্দিষ্ট সময় কিন্তু শেষ হয়ে আসছে। চলুন আপনি যখন পারলেন না তাহলে আমাদের প্রতিবেদনের মাধ্যমেই উত্তর দিয়ে দিচ্ছি।

ছবির ধাঁধা: ৯৯% ব্যর্থ! আপনি কি পারবেন ছবিতে লুকিয়ে থাকা ভুলটিকে খুঁজে বের করতে?

দেখুন বাড়ি থেকে ধোয়া বের হচ্ছে আর উল্টো দিকে হওয়ার জন্য গাছের পাতা উড়ছে। তবে ধোয়া ও গাছের পাতা কিন্তু দুটি দুদিকে যাচ্ছে যা কোনো মতেই সম্ভব নয়। হাওয়া সর্বদা এক দিক থেকেই প্রবাহিত হয়ে থাকে। আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে ফটোর মধ্যে চিহ্ন করে দেওয়া হলো। যারা পারলেন না অবশ্যই পরের বার পারবেন এমনটা আসা করাই যায়।