Offbeat

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে আছে একটি ভুল! ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement

ফটোর মধ্যে থেকে কিছু অন্যরকম বা ভুল থাকলে খুব সহজেই তা আমাদের চোখে পরে যায়। বিভিন্ন রকমের ধাঁধা গুলির মধ্যে ফটোর থেকে চট করে উত্তর বের করার কৌশলটি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাই তো আবারো আজকের প্রতিবেদনে সবথেকে মজাদার একটি খেলা নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই প্রশ্ন জানার জন্য উৎসুক হয়ে উঠেছেন। প্রশ্ন তো জানাবো অবশ্যই তার আগে আপনাদের জানিয়ে রাখি এখনও পর্যন্ত ৫% মানুষ মাত্র এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন।

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে আছে একটি ভুল! ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

দেখুন ফটোতে দেখা যাচ্ছে অনেক গুলি জুতো আছে। দেখতে খুবই ভালো লাগছে রঙবেরঙের জুতো জোড়া গুলি। তবে তার মধ্যেই লুকিয়ে থাকা একটি জুতো কার্যত একই আছে যার সঠিক জোড়া ফটোর মধ্যে উপস্থিত নেই। সেই জুতোটি আপনাকে খুঁজে বের করতে হবে। ভাবছেন এটা নিমেষের মধ্যেই উত্তর দিয়ে দেবেন তবে এত সহজ কিন্তু হবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন।

দেখতে খুব সহজ মনে হলেও আদতে কিন্তু আপনার খুবই বুদ্ধির পরিচয় পাওয়া যাবে এই প্রশ্নর থেকে। যে কারণেই ৯৫% মানুষ ফেল করেছে এই উত্তর দিতে গিয়ে। আপনাকে ৭ সেকেন্ড সময় দেওয়া হবে সঠিক উত্তর দেওয়ার জন্য। ইতিমধ্যেই সময় শুরু হয়ে যাচ্ছে আপনার তাই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করুন। তবে ধীরে ধীরে সময় শেষের পথে এবার কিন্তু উত্তর দিতে হবে আপনাকে।

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে আছে একটি ভুল! ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

না আপনিও তাহলে উত্তর দিতে পারলেন না। তাহলে চলুন এবার আপনাদের এই প্রশ্নের উত্তর বলে দেওয়া যাক। আগে ফটোটি ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। একদম উপরে গোলাপি রঙের যে ক্যানভাস জুতো জোড়া আছে আদতে সেটা কিন্তু বাঁ পায়ের। দুটি জুতো বাঁ পায়ের, যা একটা ডান পায়ের হবার কথা ছিল। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মার্ক করে দেওয়া হলো।