Offbeat

Optical Illusion : ছবিতে অনেকগুলি গন্ডারের মধ্যে লুকিয়ে রয়েছে একটি জলহস্তী! ১৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

Optical Illusion: চোখের সামনে গন্ডার (Rhino) দেখেছেন কোনোদিন? বৃহৎ এই প্রাণীটিকে কিন্তু অনেকেই ভয় পান। এবার এইরকমই দেখতে আরেকটি প্রাণী হলো জলহস্তী (Hippo)। দুটি প্রাণী জঙ্গলে থাকলেও কিন্তু বেজায় শত্রুতা বলা চলে। এবার সেই প্রাণীদের এক অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলায় দেখা গেল। আজকের প্রতিবেদনে সেই গন্ডার ও জলহস্তীর ধাঁধা নিয়েই হাজির হয়েছি। যেখানে বনের মধ্যে থেকে আপনাকে অনেক গুলি গন্ডারের মধ্যে থেকে একটি জলহস্তীকে খুঁজে বের করতে হবে।

Can you solve the Optical Illusion in 19 seconds

আপনার তীক্ষ্ণ দৃষ্টি শক্তি থাকলে তবেই ফটোর মধ্যে থেকে উত্তর খুঁজে বের করতে পারবেন। সময় নষ্ট না করে প্রথমে প্রশ্নটি দেখে নেওয়া যাক। ফটোতে দেখুন বনের মধ্যে অনেক গন্ডারকে এক সাথে দেখা যাচ্ছে। তবে শুরুতেই বললাম শুধু গন্ডার দেখলেই হবে না একটা জলহস্তী লুকিয়ে আছে তাকে আপনাকে খুঁজে বের করতে হবে অবিলম্বে। যদি এই প্রাণীটিকে খুঁজে না পান মানতেই হবে আপনার দৃষ্টি শক্তি খুবই দুর্বল। চিন্তা নেই আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য।

Optical Illusion : ছবিতে অনেকগুলি গন্ডারের মধ্যে লুকিয়ে রয়েছে একটি জলহস্তী! ১৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

এই দুর্দান্ত ধাঁধাটি (Optical Illusion) কিন্তু সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে বলাই যায়। সঠিক উত্তর খুঁজে বের করার জন্য আপনাকে ১৯ সেকেন্ড সময় দেওয়া হবে। আপনার নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হলো। সময় এগিয়ে চলেছে তাই আপনিও তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন। এখনও পর্যন্ত মাত্র ৩% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন।

Optical Illusion : ছবিতে অনেকগুলি গন্ডারের মধ্যে লুকিয়ে রয়েছে একটি জলহস্তী! ১৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

কি আপনি উত্তর খুঁজে পেয়ে গেছেন? তাহলে এবার আমাদের প্রতিবেদনে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোর মাঝামাঝি একটু ডান দিকে (Right Sight) দেখুন, সেখানে গন্ডারের পরিবর্তে একটা জলহস্তী দাঁড়িয়ে আছে। গন্ডারের সামনের শিঙ থাকলেও জলহস্তীর সামনে শিঙ থাকে না এর থেকেই উত্তর খুঁজে বের করা সম্ভব হবে। আপনাদের আরও ভালো করে বোঝার জন্য ফটোর মধ্যে নির্দিষ্ট চিহ্ন (Mark) দিয়ে বোঝানো হলো।