চোখের ধাঁধা: অনেকগুলি ‘O’ এর লুকিয়ে আছে একটি জিরো! রইল ৬ সেকেন্ডে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ

ছোট থেকে স্কুলে অংক ও ইংরেজি শেখার উপর জোড় দেন সকলে। বড়ো অবস্থায় এই দুটো জিনিষই যে সবথেকে বেশি কাজে লাগে। তবে অনেক সময় কিন্তু অংক ও ইংরেজি মিলে মিশে একা কার হয়ে যায়। যেমন ধরুন ”O’ বা কোনটা ‘0’ বোঝা মুশকিল। অনেক সময়ই আমরা এই দুটি জিনিস গুলিয়ে ফেলি। কিন্তু একসাথে থাকলে কি আপনারা খুঁজে বের করতে পারবেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আজ এই প্রতিবেদনটি আপনার জন্যই।
ফটোতে দেখুন প্রচুর পরিমানে ‘O’ লেখা আছে। কিন্তু এর মধ্যে থেকেই আপনাকে খুঁজে বের করতে হবে শূন্য বা জিরো। পারবেন আপনি? এখন কিন্তু এই ধরণের খেলার খুব চল হয়েছে। তাই অবসর সময়ে সবথেকে বেশি এই খেলাতেই মত্ত থাকেন সকলে। আপনিও তাহলে আজ এই খেলায় অংশগ্রহণ করতে পারেন।
সময় কিন্তু পাবেন আপনি ৬ সেকেন্ড। তার মধ্যেই উত্তর দিতে হবে। চেষ্টা করুন তীক্ষ্ণ দৃষ্টি শক্তির মানুষেরা একমাত্র উত্তর দিতে পারবেন। তাহলে নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হচ্ছে আপনার। সঠিক উত্তীর্ণ দেওয়ার চেষ্টায় মত্ত হয়ে যান। ঘড়ির কাঁটা কিন্তু ঘুরে চলেছে ক্রমাগত। সময় প্রায় শেষের পথে কি আপনিও পারলেন না তাহলে সঠিক উত্তর দিতে।
দ্বিতীয় লাইনের একাদশ সারি ভালো করে লক্ষ করুন। সেখানেই ‘O’ বদলে একটা ‘0’ লুকিয়ে আছে। ফটোর মধ্যেই নির্দিষ্ট মার্ক করে দেওয়া হলো বোঝার সুবিধার জন্য। কেমন লাগলো আপনাদের এই ধাঁধা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের বার আবার একটি বুদ্ধির খেলা নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো খুব তাড়াতাড়ি।