Offbeat

অনেকগুলি ‘LAXURY’-এর মাঝে লুকিয়ে আছে একটি ‘LUXURY’, 18 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement

Optical Illusion: বাচ্চা থেকে বুড়ো মজার গেম খেলতে কেই না ভালোবাসে বলুন তো? নেশার বসে পরে হোক বা অবসর সময় কাটাতে সকলেই কিছু না কিছুর উপর নির্ভরশীল। কেউ ভালোবাসেন সোশ্যাল মিডিয়া (Social Media) ঘাটতে। আবার কেউবা ভালোবাসেন বিভিন্ন মজার গেম খেলতে। এমনকি পাজেল (Puzzel) সমাধান করতে। অনেকেই নিশ্চই এই পাজেল নামটি শুনে থাকবেন। আবার অনেকে বিভিন্ন মজার পাজেল সমাধানও করে থাকেন।

অনেকগুলি 'LAXURY'-এর মাঝে লুকিয়ে আছে একটি 'LUXURY', 18 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

সম্প্রতি নেটমাধ্যমে তেমনই একটি মজার পাজেলের ছবি ভাইরাল (Viral) হয়েছে। আজকালকার দিনে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অবদান বেশ অনেকখানি। আর এই মাধ্যম ধরেই বাইরের জগতের ভালো-মন্দ, জানা-অজানা সবকিছুই আমাদের হাতের মুঠোয় নিমেষেই ধরা দেয়। তেমনই এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে এমন কিছু কিছু ছবি ভাইরাল হয় যা সাধারণ চোখে দেখলে চোখ ধাঁধিয়ে যায়।

কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে আপনি ছবির ভিতরে থাকা রহস্য ভেদ করতে পারবেন। আর তেমনই সম্প্রতি ভাইরাল হওয়া এই পাজেলটিতে (Puzzel) ‛LAXURY’ নামের শব্দে ভরা। তবে, এরই মাঝে একটি শব্দ লেখা আছে যেটির বানান ‛LUXURY’। আর সেটিকেই আপনাকে খুঁজে বের করতে হবে। আর তাও আবার মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে। এমন কিছুকিছু পাজেল থাকে যেটিকে দেখে কঠিন মনে হলেও অতি সহজেই এটি সমাধান করা যায়।

অনেকগুলি 'LAXURY'-এর মাঝে লুকিয়ে আছে একটি 'LUXURY', 18 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

আবার এমন কিছু পাজেল থাকে যেটিকে দেখে সহজ মনে হলেও এটি সমাধান করা কঠিন। তবে, আজকের এই পাজেলটি একেবারেই কঠিন নয়। শুধু মনোযোগ সহকারে দেখলেই হবে। তাহলে আপনি ১৮ সেকেন্ডের আগেই পাজেলের (Puzzel) সমাধান করে ফেলবেন। তাহলে চলুন এবার সমাধান করুন।