চোখের ধাঁধা : অনেকগুলি জিরাফের মাঝে লুকিয়ে আছে একটি সাপ! ৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

জিরাফ (Giraffe) ও সাপের (Snake) বন্ধুত্ব দেখেছেন কোনোদিন। কি বিশ্বাস করছেন না। আমরা যদি আপনাকে বলি জিরাফ ও সাপ দুজনে খুবই ভালো বন্ধু। চিড়িয়াখানায় (Zoo) ঘুরতে গেলে লম্বা গলার এই প্রাণীটিকে দেখেছেন নিশ্চয়ই। অপরদিকে ছোট শরীরের সাপ। এই দুজনের বন্ধুত্ব নিয়েই কিন্তু আজকের ধাঁধা। যেখানে অনেক জিরাফের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে আপনাকে একটি সাপ। তাহলে আগে চটপট প্রশ্নটি দেখে নেওয়া যাক।
ফটোতে অনেক গুলি জিরাফকে একত্রে দেখা যাচ্ছে। জিরাফ গুলির গায়ের রং সম্পূর্ণ হলুদ ও কালো রঙের। তবে এর মধ্যেই লুকিয়ে আছে একটি সাপ (Snake)। আগেও আপনাদের বলেছি, হ্যাঁ সেই সাপটিকে খুঁজে বের করাই আজ আপনার দায়িত্ব। কি পারবেন তো নিশ্চয়ই? ফটোর মধ্যের এই দুর্দান্ত ধাঁধায় কার্যত সকলেই মেতেছেন। আপনাকে উত্তর দেওয়ার জন্য ৯ সেকেন্ড সময় দেওয়া হবে। চেষ্টা করুন উত্তর দেওয়ার। এখন থেকে তাহলে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। ৫% মানুষ যদিও সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। বেশিরভাগ মানুষই ধাঁধার উত্তর দিতে ব্যর্থ।
সময় শেষের পথে। ৩…২…১…
সময় শেষ হয়ে গেল। এবার আমাদের দেওয়া উত্তরের সাথে আপনি মিলিয়ে দেখুন। ফটোর একটু ডান দিকে লক্ষ্য করুন। দেখুন জিরাফের মতন হলুদ রঙের শরীর। কিন্তু মুখটি কার্যত সাপের মতো। তাই দেখলেই বোঝা যাচ্ছে এই ফটোতে সে কোনো জিরাফ নয় বরং একটি সাপ। নির্দিষ্ট চিহ্ন করে বুঝিয়ে দেওয়া হলো। সঠিক উত্তর খুঁজে পেয়েছেন যে সকল মানুষ তারা অবশ্যই জিনিয়াস আখ্যা পাওয়ার যোগ্য।