Offbeat

চোখের ধাঁধা: ছবিতে অনেকগুলি ‘s’-এর মাঝে লুকিয়ে আছে একটি ‘e’, ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

বর্তমান সময়ে ইংরেজি জানেন না এমন মানুষ খুব কমই আছেন। জীবনে চলার পথে অল্প হলেও ইংরেজি আপনাকে জানতেই হবে। ABCD জানেন নিশ্চয়ই তা বলার অপেক্ষা রাখে না। তবে আপনাকে যদি বলি ইংরেজিতে ‘S’ এর আগে কিন্তু ‘e’ আসে। বিশ্বাস হচ্ছে না আপনার তাই তো? কিন্তু আমরা যদি আপনার সেই ভুল ধারণা ভাঙিয়ে দিতে পারি তাহলে কেমন হবে বলুন তো! ঠিকই ধরেছেন আজকেও আপনাদের জন্য একটি ইংরেজি সংক্রান্ত ধাঁধা নিয়ে হাজির হয়েছি। খুব মজার ও বুদ্ধির এই ধাঁধার প্রশ্ন আপনাদের সাথে ভাগ করে নেবো।

চোখের ধাঁধা: ছবিতে অনেকগুলি 's'-এর মাঝে লুকিয়ে আছে একটি 'e', ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

ফটোতে দেখুন দেখা যাচ্ছে অসংখ্য ইংরেজিতে ‘S’ অক্ষরটি লেখা আছে। তবে শুধু আপনাকে ‘S’ দেখলে চলবে না। এর মধ্যে থেকে লুকিয়ে থাকা অন্য একটি অক্ষর খুঁজে বের করতে হবে। অন্য অক্ষর কোনটি জানেন? ভালো করে খুজলেই দেখা যাবে ইংরেজিতেতে ‘e’ অক্ষর আছে একটি যা খুঁজে বের করতে হবে।

যদিও সঠিক উত্তর খুঁজে বের করার জন্য ৭ সেকেন্ড সময় দেওয়া হবে। নির্দিষ্ট সময় দেওয়া হলে আপনাকে সঠিক উত্তর খুঁজে বের করার জন্য। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সেকেন্ড শুরু হলো উত্তর দেওয়ার জন্য। ঘড়ি কিন্তু ছুটে চলেছে যত তাড়াতাড়ি পারবেন উত্তর দেওয়ার চেষ্টা করুন। না, সময় শেষ হয়ে গেল তাহলে আপনিও পারলেন না সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে।

চোখের ধাঁধা: ছবিতে অনেকগুলি 's'-এর মাঝে লুকিয়ে আছে একটি 'e', ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

ফটোতে ভালো করে দেখুন, পাঁচ নম্বর লাইনের উনত্রিশ নম্বর সারিতে ‘S’ এর আগে একটি ‘e’ লেখা আছে। আপনাদের প্রতিবেদন শুরুতেই বলেছিলাম ‘S’ এর আগে ‘e’ আসে যা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন ও এই ধাঁধার মধ্যে দিয়ে তার উত্তর পেয়ে গেলেন। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। আশাকরি আগামী প্রশ্ন গুলিতে আপনারা অবশ্যই সঠিক উত্তর দিতে পারবেন। কিন্তু সেই পর্যন্ত এই প্রশ্ন কাছের মানুষের সাথে ভাগ করে দিন।