চোখের ধাঁধা : ছবিটির মধ্যে লুকিয়ে আছে একটি গাড়ি! ৬ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

আপনার দৃষ্টি শক্তি নিশ্চয়ই খুব তীক্ষ্ণ। যে কোনো প্রশ্নের উত্তর সহজেই দিয়ে দিতে পারেন। আপনি কি ছোট থেকেই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা খেলতে অভ্যস্ত? তাহলে আজকের প্রতিবেদন সমাধান করতে বেশি সময় লাগবে না। অনায়েসেই ফটোটিতে লুকিয়ে থাকা গাড়িটিকে খুঁজে বের করতে পারবেন। আজকে এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি হয়ে উঠবেন জিনিয়াস। তাহলে দেখুন প্রশ্নটি।
সম্প্রটি একটি ফটো সামনে এসেছে যেখানে লুকিয়ে রয়েছে একটি গাড়ি। ফটোতে দেখা যাচ্ছে একটি সুন্দর বরফে মোড়া পার্কের চিত্র। বাচ্চা থেকে বয়স্ক সকলেই সেখানে খেলা করছে। রয়েছে প্রচুর গাছ। তবে এই ফটোর মধ্যে থেকেই লুকিয়ে থাকা গাড়িটিকে খুঁজে বের করতে হবে আপনাকে। কি ভাবছেন খুবই সোজা এই প্রশ্নের উত্তর। খুব সোজা বলে মনে হলেও মাত্র ৫% মানুষ এই ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন।
আপনাকে মাত্র ৬ সেকেন্ড সময় দেওয়া হবে সঠিক উত্তর দেওয়ার জন্য। যে কারণে বর্তমান সময়ে সবথেকে কঠিন ও মজাদার এই ধাঁধা তা অনায়েসেই বলা যায়। ভালো করে দেখুন এই ফটো ও তারপরে উত্তর দিন। তবে ইতিমধ্যেই যারা ছবির মধ্যে থেকে গাড়ি খুঁজে পেয়েছেন মানতেই হবে তাঁদের দৃষ্টিশক্তি সত্যিই তীক্ষ্ণ। আপনারও কিন্তু সময় একদম শেষ।
যারা উত্তর খুঁজে পাননি চিন্তার কিছু নেই। আমাদের প্রতিবেদনে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে দেখে নিন। ফটোতে একটু ডানদিক ঘেঁষে গাছের মধ্যে ছাল এমনভাবে তৈরী হয়েছে যার ফলে একটি গাড়ি মনে হচ্ছে। কিন্তু আদতে কোনো গাড়ি নেই। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মার্ক করে দেওয়া হলো। আসা করা যায় সুন্দর এই ধাঁধাটি আপনার খুবই ভালো লেগেছে।