Offbeat

চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি ‘578’-এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘528’! 15 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

আজ রবিবার মনে আছে তো। শুধু দুপুরে গরম ভাত আর ইলিশ খেলেই চলবে না। আলসে রবিবারের এই চিত্র চেনা হলেও নিজের মগজকে দিতে হবে একটু শান। আর মগজের শান দেওয়া মানেই খেলতে হবে আমাদের বিশেষ খেলা। আপনার সামনে কিছু সংখ্যা থাকবে আর তার থেকে ভুল বা অন্য সংখ্যাটি খুঁজে বের করতে হবে। বাস থেকে ট্রেন সবেতেই এখন এই ধরণের খেলা খেলেন মানুষ। আজকের কিন্তু বিশেষ ধাঁধা যা ইংরেজির ও আপনার দৃষ্টি শক্তি দুটিরই বিশেষ গুরুত্ব রাখে। আপনাকে তেমনই কিছু শব্দের মধ্যে থেকে অন্য একটি শব্দ খুঁজে বের করতে হবে।

বিশেষ ধরণের Optical Illusion খেলা নিয়ে আজকের প্রতিবেদন তৈরী হয়েছে। ফটোতে দেখা যাচ্ছে শুধুই ‘578‘ সংখ্যা আছে। এই ফটোর মধ্যেই সামান্য ভুল বশত অন্য একটি সংখ্যা ঢুকে গেছে। কার্যত সেই সংখ্যা লুকিয়ে আছে তাই আপনাকে খুঁজে বের করার দায়িত্ব দিচ্ছে আমাদের প্রতিবেদন। এই প্রশ্নই আপনাকে জিরো থেকে হিরো হবার একটা দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। এই ধরণের খেলা খেললেই আপনি নিজের বুদ্ধি ও দৃষ্টি শক্তি মেপে নিতে পারবেন।

উত্তর খুঁজে বের করার জন্য 15 সেকেন্ড সময় থাকবে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। এখনও পর্যন্ত হাতে গোনা কিছু মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পেরেছে। ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে। তাড়াতাড়ি উত্তর দিন। সময় একদম শেষের পথে। প্রশ্নে দেওয়া প্যাটার্ন খুঁজে পেয়ে গেলে অনায়েসেই এই ধরণের উত্তর আপনারা দিতে পারবেন।

৩…২….১…

ঐ দেখুন, কথায় কথায় শেষ হয়ে গেল আপনার সময়। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন।

ফটোতে ‘578’ লেখা আছে মোট ১৪ টি স্তম্ভ ও ১৭ টি সারি আছে। সেখানেই ৪ নম্বর স্তম্ভের ১১ নম্বর সারিটি লক্ষ্য করুন। ‘578‘ নয় বরং সেখানে লেখা আছে ‘528‘ সংখ্যা। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। তবে আপনার উত্তর যদি সঠিক হয় তাহলে এখন জিনিয়াস। আর রবিবারের এই দুপুরে নিশ্চয়ই এমন এক বিশেষ উপাধি পেতে খারাপ লাগবে না।