Offbeat

চোখের ধাঁধা : অনেকগুলি ’40’-এর মাঝে লুকিয়ে রয়েছে একটি ’48’! রইল 15 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

অপটিক্যাল ইলিউশন মানেই আপনার মগজের চ্যালেঞ্জ। আপনার মস্তিষ্কের বুদ্ধি তাঁকে স্বাগত জানায় চোখ ও মনকে একসাথে খেলার জন্য। আজও আপনার জন্য একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আমরা। আপনি যদি অপটিক্যাল ইলিউশনের মাস্টার হন তবে এই ছবিতে লুকানো নম্বর খুঁজে বের করতে পারবেন। অনেকগুলি 40 সংখ্যার ভিড়েই লুকিয়ে আছে 48 নম্বরটি। আপনি কি দেখতে পাচ্ছেন? এই বিশেষ নম্বরটি খুঁজে বের করার চেষ্টা করুন। আপনি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? তাহলে এই খেলার পদ্ধতি সম্পর্কে জানানো হবে।

উত্তর বের করার জন্য ১৫ সেকেন্ড সময় থাকবে। সেখান থেকেই আপনাকে উত্তর দিতে হবে। এই ধরণের খেলা মনে বিভ্রান্তির সৃষ্টি করে। তবে এই খেলা খেললে আপনি নিজেকে সহজেই মেপে নিতে পারবেন। বিশেষ কয়েকটি টিপস মনে রাখলে খুব সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। সেগুলি দেখে নিন –

  1. প্রথমে প্রশ্নটির নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করুন।
  2. স্তম্ভ ও সারি যেগুলি থাকবে সেগুলি পর পর মিলিয়ে দেখুন আপনার উত্তর বেরোচ্ছে কি না।
  3. প্রথমে উত্তর সঠিক না হলে অন্যরকম পদ্ধতিতে উত্তর দেওয়ার চেষ্টা করুন।
  4. উত্তর সঠিক না হলে আবার অন্য প্যাটার্নে মিলিয়ে দেখুন।

ভাইরাল ছবিতে প্রচুর সংখ্যা লেখা রয়েছে। এবার আপনার উত্তর দেওয়ার নির্দিষ্ট সময় শুরু হলো। ধীরে ধীরে সময় এগিয়ে চলেছে।

কার্যত শেষের দিকে।

উত্তর এবার দিতে হবে আপনাকে।





সময় শেষ হলো। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে মোট ১৪ টি স্তম্ভ ও ১৫ টি সারি বর্তমান। তার মধ্যেই চার নম্বর স্তম্ভের, ১১ নম্বর সারির সংখ্যাটি লক্ষ্য করুন। বাকি সব সংখ্যা 40 থাকলেও সেই সংখ্যাটি আছে 48। বুঝতেই পারছেন এই সংখ্যাটি খুঁজে বের করার দায়িত্বই আপনাকে দেওয়া হয়েছিল। তাহলে আপনার উত্তর যদি আমাদের প্রতিবেদনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস। যারা উত্তর দিতে পারেননি তাঁদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেখানো হলো।