Offbeat

চোখের পরীক্ষা : অনেকগুলি ‘342’-এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ‘372’! 20 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

342 না 372, একসাথে দেখলে কিন্তু দুটি সংখ্যা একইরকম মনে হয়। এটা চোখের ধাঁধা। যেমন রাস্তা দিয়ে যেতে গিয়ে দূরে মনে হয় জল আছে কিন্তু কাছে গেলেই সেই জল উধাও। মরীচিকা নামের সেই ক্ষণিক অস্বস্তি অনেকেটা অপটিক্যাল ইলিউশনের মতোই। ঠিক তেমনই যেমনটা আজকের ফটোতে দেওয়া আছে। ফটোর মধ্যে দেখা যাচ্ছে 342 নম্বর। কিন্তু ভালো করে দেখলেই খুঁজে পাবেন 372 নম্বরটি। অবশ্য তাঁর জন্য আপনার দৃষ্টি শক্তি হতে হবে ঈগলের মতো। তবে কি আপনি আজকের খেলা খেলতে প্রস্তুত?

সম্পতি বুঝতেই পারছেন ফটোর মধ্যেই ভুল করে অন্য একটি সংখ্যা ঢুকে গেছে। সেই সংখ্যাটি খুঁজে বের করার দায়িত্বই দেওয়া হয়েছে আপনাদের। কি পারবেন তো খুঁজে বের করতে? কোন সংখ্যাটি বের করতে হবে তা প্রথমেই আপনাদের জানিয়েছি। 372 নম্বরটি খুঁজে বের করার দায়িত্ব আপনার। তবে মাত্র কয়েক সেকেন্ড সময় থাকবে আপনার কাছে। কিন্তু জানেন কি এই ধরনের প্রশ্নর উত্তর কিভাবে সহজে বের করবেন? প্রতিবেদনে তার কিছু টিপস দেওয়া থাকলো যা আপনারা এক ঝলকে দেখতে পারেন। ওদিকে আপনার ২০ সেকেন্ড সময় শুরু হলো এখন থেকে।

  1. প্রথমে কোন নম্বরটি বের করবেন তা ভালো করে মনে করে নিন।
  2. স্তম্ভ কিংবা সারি অনুযায়ী মিলিয়ে দেখুন।
  3. চোখের ধাঁধা হলে প্রতি বার আপনাকে ধোকা দিতে পারে।
  4. তাই খুঁজে না পেলে আবার প্রথম থেকে শুরু করুন।

ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে আপনার।





সময় শেষ হলো। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে মোট ১২ টি স্তম্ভ ও ১৫ টি সারি বর্তমান। তার মধ্যেই ১১ নম্বর স্তম্ভের, ৪ নম্বর সারির সংখ্যাটি লক্ষ্য করুন। সেখানে কিন্তু 342 লেখা নেই। বরং 372 সংখ্যা দেখা যাচ্ছে। আপনার খুঁজে পাওয়া উত্তর যদি আমাদের প্রতিবেদনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস ও ঈগলের চোখের অধিকারী। অবশ্য যারা সঠিক উত্তর দিতে পারেননি তাদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেখানো হলো।