
প্রতিদিন আপনাদের জন্য বুদ্ধি খেলা থাকে আমাদের প্রতিবেদনে। যার ফলে অনায়েসেই আপনি হয়ে উঠতে পারেন বুদ্ধিমান (Intelligent)। বাড়িতে বসে এমন খেলার সুযোগ সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া সম্ভব নয়। আজও এই খুশির ঈদে কোনো বিশেষ ধাঁধা নিয়ে হাজির হবো না আপনাদের সামনে তা কি হয় বলুন! ঠিকই ধরেছেন স্পেশাল একটি ধাঁধা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ফটোতে দেখুন অনেক গুলি ছোট ছোট বাচ্চাকে খেলা করতে দেখা যাচ্ছে।
তবে এই ফটো দেখে আপনাকে বলতে হবে ৬ টি লুকানো শব্দ। ফটোর মধ্যেই আছে তবে খুঁজে বের করতে হবে আপনাকে। তীক্ষ্ণ দৃষ্টি থাকলেই এই ধরণের প্রশ্নের উত্তর দিতে পারবেন। শুধু তাই নয় রাস্তা দিয়ে গাড়ি যেতেও দেখা যাচ্ছে। সবুজ গাছপালা আছে। দূরে আছে বাড়ি ঘর। তবে তার জন্য আপনাকে মাত্র ১৫ সেকেন্ড সময় দেওয়া হবে।
মাত্র ৫% মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনিও পারবেন নিশ্চয়ই। তাহলে সময় কিন্তু শুরু হচ্ছে এখন থেকে। খুব ভালো করে দেখুন ও উত্তর দিন।
১৫
১৪
১৩
১২
১১
১০
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
সময় শেষ হয়ে গেল আপনার। আপনিও পারলেন না তাহলে এই সহজ প্রশ্নের উত্তর দিতে। নিচে দেখুন পর পর জিনিস আপনাদের জন্য তুলে ধরা হলো।
১) গাছের মধ্যে লেখা আছে ‘SCORE‘
২) লাল গাড়িতে লেখা আছে ‘DUNK‘
৩) বাস্কেট বল কোর্টের পিছনে লেখা আছে ‘BASKET‘
৪) লাল টি শার্ট পড়া ছেলেটির গায়ে লেখা আছে ‘NET‘
৫) মেয়েটির চুলে লেখা আছে ‘HOOPS‘ শব্দটি।
৬) সবশেষে জুতোর মধ্যে লেখা আছে ‘COURT‘ শব্দটি
বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে সবকটি চিহ্ন করে দেওয়া হলো। যারা উত্তর দিতে পেরেছেন তাদেরকে অবশ্যই ‘জিনিয়াস’ না বললে ভুল হবে।