বুদ্ধির খেলা: এই ছবিতে থাকা অক্ষরগুলো দিয়ে তৈরি করতে হবে ৫ টি শব্দ, কেবল বুদ্ধিমানরাই পারবে

অপটিক্যাল ইলিউশন ( Optical Illusion) বা ব্রেন টিজারের (Brain Teaser) মতো ছবিগুলি খুব সহজেই মনে করিয়ে দেয় আমাদের ছোটবেলার স্মৃতি। এ ধরনের ছবিগুলি এক ঝলক দেখলে ভীষণ সহজ মনে হলেও সমাধান করা কিন্তু বেশ কঠিন। আসলে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মজাটাই হল চোখের সঙ্গে মস্তিষ্কের খেলা। এই খেলা যে কেবলমাত্র দৃষ্টি শক্তি কতটা তীক্ষ্ণ তার প্রমাণ দেবে এমনটাই নয় পাশাপাশি আপনি কতটা মনোযোগী সেটাও প্রকাশ পাবে সহজেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। আর সেটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।
Today’s Brain Teaser
নিত্যদিনের মতোই আজও Humppy.com আপনাদের জন্য নিয়ে এসেছে একটি মজার খেলা। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের খেলাটি একটু ভিন্ন। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এলোমেলো ভাবে রয়েছে বেশ কয়েকটি অক্ষর। আর সেখান থেকেই খুঁজে নিতে হবে 5 টি শব্দ। তাও আবার 15 সেকেন্ডের মধ্যে।
সময় শুরু হয়ে গেছে কিন্তু
5
4
3
2
1
খুঁজে পেলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিতে লুকিয়ে রয়েছে মোট 5 টি শব্দ।
দ্বিতীয়বার শুরু হল সময়
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
আগেই বলেছি এই ছবিতে মোট 5 টি শব্দ লুকিয়ে রয়েছে। যদিও খালি চোখে দেখলে সেগুলি মোটেই খুঁজে পাওয়া যাবে না। প্রয়োজন প্রখর দৃষ্টি শক্তির। এই ছবিতে যে পাঁচটি সংখ্যা লুকিয়ে রয়েছে সেগুলি হল,
Hand
Leg
Ear
Nose
Eye
আপনাদের বোঝার সুবিধার্থে নিচের ছবিতে লুকিয়ে থাকা শব্দগুলি হাইলাইট করে দেওয়া হল।
যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তারা নিঃসন্দেহে জিনিয়াস। তবে বহু চেষ্টার পরও যারা উত্তর খুঁজে পেলেন না তারা আবার হতাশ হয়ে বসে থাকবেন না জানো। খুব শীঘ্রই নিত্য নতুন খেলা নিয়ে হাজির হবো আমরা।