×
Offbeat

চোখের ধাঁধা: টমেটোর ভিড়ে লুকিয়ে আছে ৩ টি আপেল, রইলো ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

টোম্যাটোর মধ্যে লুকিয়ে পড়েছে তিনটি বদমাস আপেল। কিভাবে তাদের খুঁজে বের করা যায় বলুন তো! টোম্যাটো ও আপেল সম্পূর্ণ একই রকম দেখতে যার ফলে এই এত টোম্যাটোর মধ্যে আপেল তিনটিকে খুঁজে বের করা বেশ কষ্টকর বলেই মনে হচ্ছে। আপনি সাহায্য করতে পারবেন? খুব সহজ অথচ মজাদার এই প্রশ্নের উত্তর দিতে পারেন অবশ্যই।

অনেকের দৃষ্টি শক্তি খুবই তীক্ষ্ণ হয়। যে কারণে এই ধরণের প্রশ্ন-উত্তরের খেলায় মত্ত থাকেন তারা। মাত্র ১% মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আপনি অবশ্য চেষ্টা করে দেখতে পারেন তবে মাত্র ১০ সেকেন্ড সময় পাবেন সঠিক উত্তর দেওয়ার জন্য।

চোখের ধাঁধা: টমেটোর ভিড়ে লুকিয়ে আছে ৩ টি আপেল, রইলো ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ -

তাহলে এবার আপনার 10 সেকেন্ড সময় শুরু হচ্ছে। ধীরে ধীরে চেষ্টা ও করুন ফটোটা ভালো করে দেখুন। কয়েক সেকেন্ড সময় বাকি আছে। চেষ্টা চালিয়ে যান তিনটি আপেল খুঁজে বের করতেই হবে। কি আপনিও তাহলে বাকিদের মতো হার স্বীকার করে নিলেন। সেই ১% মানুষের মধ্যে নিজের জায়গা তৈরী করতে পারলেন না।

চোখের ধাঁধা: টমেটোর ভিড়ে লুকিয়ে আছে ৩ টি আপেল, রইলো ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ -

চলুন আমরাই তাহলে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। ফটোর উপরে ডানদিকে আর একদম নিচের বাঁ দিকে এবং ফটোর মাঝে দেখুন। তিনটি আপেল ফটোর মাধ্যমে নির্দিষ্ট চিহ্নর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। এবারে সফল না হলেও আসা করছি পরের বার অবশ্যই আপনি এই ধরণের সহজ প্রশ্নের উত্তর দিতে পারবেন।