অঙ্কের ধাঁধা : 34÷2x(11+5)=কত, সঠিক উত্তর দিতে চুল ছিঁড়ছে গণিতপ্রেমীরাও! আপনি পারবেন?
Math Puzzle: 34÷2x(11+5)=? বলুন তো উত্তরটা কী হবে? 12 সেকেন্ডে করতে হবে সমাধান

Brain Teaser: 8 থেকে 80 সকলের হাতেই এখন রয়েছে স্মার্টফোন। অবসর সময় কাটানোর জন্য অনেকেই ঘুরে বেড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কেউবা রিলস দেখতে দেখতেই পার করে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা তো কেউ আবার পরীক্ষা করে নিচ্ছেন মস্তিষ্কের তীক্ষ্ণতা। এমন পরীক্ষা যদি আপনিও করতে চান তাহলে অঙ্কের ধাঁধার (Math Puzzle) থেকে ভালো আর কিছু হতেই পারেনা।
Humppy.com প্রায় প্রত্যেকদিন আপনাদের জন্য নিয়ে হাজির হয় অঙ্কের ধাঁধা। এই ধাঁধা সমাধান করার জন্য প্রয়োজন উপস্থিত বুদ্ধির। আসলে অঙ্ক অনেকের কাছে ভীষণ সহজ। জটিল অঙ্ক অল্প সময়ের মধ্যেই সমাধান করে দেন অনেকে। ছোটবেলার সেই স্মৃতি ঝালিয়ে নেওয়ার জন্য তাদের একমাত্র ভরসা অঙ্কের ধাঁধা (Math Puzzle)।
Today’s Math Puzzle:
আজকের প্রতিবেদনে যে অঙ্কটি তুলে ধরা হয়েছে সেটি হল, 34÷2x(11+5)=? কঠিন এই অঙ্কের সমাধান করার জন্য আপনাদের দেওয়া হল 12 সেকেন্ড সময়।
আরও পড়ুনঃ রাস্তার ধারে গাড়ি থামিয়ে মদ খাচ্ছেন? ট্রাফিক পুলিশ ধরলে কত টাকা জরিমানা! ফাঁসার আগে জেনে নিন
সময় শুরু হলো এখন
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
সমাধান করতে পারলেন? পারেননি বুঝি? আচ্ছা দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে।
তাড়াতাড়ি করুন, সময় কিন্তু প্রায় শেষ।
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
সমস্যা,
34÷2x(11+5)=?
সরলীকরণ,
34÷2x(11+5)=?
17×16 = 272 (Ans)
যারা সময়মতো উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা। তবে যারা পারলেন না তারা অপেক্ষা করুন। খুব শীঘ্রই এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।