অঙ্কের ধাঁধা : বলুন তো, 1-1=0, 2-1=3, 6-1=কত? বলতে পারলেই আপনি জিনিয়াস

অঙ্কের নাম শুনলেই ভয়ে জড়োসড়ো হয়ে যান অনেকেই। আবার অনেকের কাছেই অঙ্ক ভীষণ প্রিয়। মুহূর্তের মধ্যেই কঠিন কঠিন অঙ্কের সমাধান করে দিতে পারেন অনেকেই। আর সেই সমস্ত মানুষের কথা চিন্তা করেই নিত্যদিন সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ায় প্রকাশ্যে আসছে অঙ্কের ধাঁধা (Math Puzzle)। আসলে এগুলি কেবলমাত্র একটি ধাঁধা নয়। অঙ্কের সমাধান করতে পারলেই বিকাশ ঘটে মস্তিষ্কের। বাড়ে মস্তিষ্কের তীক্ষ্ণতা। অনেকেই আবার ছোটোবেলার স্মৃতি হাতরে নিতে ভরসা রাখেন এ ধরনের খেলায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অঙ্কের ধাঁধা (Math Puzzle)। সেই অঙ্ক সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।
Today’s Math Puzzle
1-1=0, 2-1=3, 6-1=? কী হলো প্রশ্নটা দেখেই ঘাবড়ে গেলেন নাকি? ভাবছেন কীভাবে করবেন সমাধান? একটু বুদ্ধি খাটিয়ে চেষ্টা করুন তাহলেই কিন্তু সহজেই সমাধান হয়ে যাবে এই অঙ্কের। মাথায় রাখবেন, এই অঙ্কের ধাঁধা সমাধান করার জন্য আপনাদের হাতে রয়েছে 8 সেকেন্ড সময়।
সময় কিন্তু শুরু হয়ে গেছে।
তাড়াতাড়ি করুন, সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
সমাধান করতে পারলেন? পারেননি বুঝি? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন।
সময় শুরু হল এখন
8
7
6
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
সমস্যা
1-1=0, 2-1=3, 6-1=?
সমাধান
1-1=0, 2-1=3, 6-1=35
আপনাদের বোঝার সুবিধার্থে করে দেওয়া হল অঙ্কের সরলীকরণ,
1-1= 1² – 1 = 0
ঠিক একই ভাবে 6-1= 6² – 1 = 35
অর্থাৎ উত্তরটি হল, 1-1=0, 2-1=3, 6-1=35
খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামীতে নিত্য নতুন খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।