Brain Teaser : 5×8=36, একটি কাঠি সরিয়ে তৈরি করুন সঠিক সমীকরণ, ২০ সেকেন্ডে করতে পারলেই আপনি জিনিয়াস

Brain Teaser: দেশলাই কাঠির(Matchstick) ধাঁধা এই মুহূর্তে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। একটি মাত্র দেশলাই কাঠি সরিয়ে আপনাকে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। খুব সহজ এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বহু মানুষ। আসলে এই ধরণের ধাঁধা আপনি যদি উত্তর দিতে চান তাহলে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি ও খুব ভালো বুদ্ধি থাকা দরকার। যে কারণেই আজকের এই বুদ্ধির খেলার(Brain Teaser) প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত তেমন কেউই দিয়ে উঠতে পারেননি। জানেন কি আছে সেই প্রশ্নে?
Mathematical Matchstick Puzzle:
ফটোতে দেখুন দেশলাই কাঠি ব্যবহার করে একটি সাধারণ অংক তৈরী করা হয়েছে। ফটোতে 5×8=36, এই ছোট অংকটি দেওয়া আছে। আপনি নিশ্চই ভাবছেন প্রশ্নটি পুরোপুরি ভুল আছে। হ্যাঁ 5×8 গুন করলে সবাই জানেন সে প্রশ্নের উত্তর হবে 40। কিন্তু প্রশ্নে লেখা আছে 36, তবে আপনাকে মাত্র একটি দেশলাই কাঠি সরিয়ে প্রশ্নটির সঠিক উত্তরের প্রমাণ করতে হবে।
Brain Teaser: 5×8=36 । Move 1 Match to Correct the Equation:

আদতে খুবই সহজ কিন্তু এই প্রশ্নের উত্তর। জানেন কোন দেশলাই কাঠি সরাবেন? একটু ভালো করে দেখলেই আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনার কাছে ২০ সেকেন্ড সময় থাকবে সঠিক উত্তর দেওয়ার জন্য। তাই ভালো করে ভেবে তারপরে উত্তর দিন। কি পারছেন না তাই তো? সময় কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে আসছে আপনার। চলুন দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তর।
Step:

দেখুন 8 এর একদম ডানদিকের যে দেশলাই কাঠি আছে সেটা যদি সরিয়ে নিয়ে 5 এর নীচের ফাঁকা জায়গাটি পূরণ করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে 6। তাহলে সেইসময় অংকটি হবে এইরকম, 6×6=36।
Solution:
সুতরাং বুঝতে পারছেন একটি মাত্র কাঠি সরিয়ে কিভাবে সঠিক উত্তর দেওয়া গেল। উপরে আমাদের প্রতিবেদনে দেওয়া ফটোটি দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন আপনারা। দেশলাই কাঠির এমনই মনের মতো ধাঁধা পেতে আমাদের প্রতিবেদনে চোখ রাখতে ভুলবেন না।