Offbeat

বুদ্ধির খেলা: 3×15+11+3-6= কত, পারবেন কি সমাধান করতে? সঠিক উত্তর দিলেই আপনি জিনিয়াস

Brain Teaser: নতুন দিন আর আমাদের প্রতিবেদনে বুদ্ধির নতুন খেলা। IQ, যা প্রতিটি মানুষের জীবনে খুবই দরকারি অদৃশ্য এক জিনিস। উচ্চ IQ থাকলে চাকরির পরীক্ষা থেকে সাধারণ জীবনে সব কিছুতেই এগিয়ে থাকবেন। তাই আজ আবারো আপনাদের জন্যে বুদ্ধির খেলা নিয়ে হাজির হয়েছে। আপনারও নিশ্চয়ই বুদ্ধি প্রখর? তাহলে আজকের খেলার সহজ প্রশ্নের উত্তর দেবেন? যদি হন পড়ুয়া কিংবা চাকরি প্রার্থী অতি অবশ্যই এই ধরণের খেলায় অংশগ্রহণ করবেন।

3×15+11+3-6=?

অর্থাৎ এই নম্বর সিরিজটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। সহজ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১৫ সেকেন্ড সময় পাবেন। তাই অতি অবশ্যই এই প্রশ্নের উত্তর দিন। এখনও পর্যন্ত মাত্র কিছু শতাংশ মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। আপনারও সময় তাহলে এখন থেকে শুরু করা হচ্ছে।

সময় চলছে ঝটপট উত্তর দিন।

প্রায় কয়েক সেকেন্ড অতিক্রান্ত।

১০



আর বাকি মাত্র ৫ সেকেন্ড।




পেয়েছেন আপনি উত্তর? চিন্তা নেই আমাদের প্রতিবেদনের সাথে মিলিয়ে দেখুন।

3×15+11+3-6=?

> 45+11+3-6

> 59 -6

> 53

অর্থাৎ এর উত্তর হবে 53।  আপনারও একই উত্তর এসেছে? তাহলে তো অবিলম্বে এই অংকের খেলায় নিজের উচ্চ IQ প্রতিষ্ঠিত করতে পেরেছেন। অবশ্যই জিনিয়াস বলা ছাড়া আর কোনো উপায় নেই। আশা করি যারা পারলেন না তারাও পরেরবার উত্তর দিতে পারবেন এই ধরণের প্রশ্নের।