Offbeat

অঙ্কের ধাঁধা: বলুন তো 25×25÷25-25+25 = কত, সঠিক উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস

Brain Teaser: শান্ত ও বুদ্ধি থাকলে আপনি পৃথিবী জয় করতে পারবেন। অর্থাৎ আপনার মাথার বুদ্ধি কিভাবে কাজে লাগাবেন তা সম্পূর্ণ আপনার উপর। কিন্তু বুদ্ধির পরিমান কতটা সেটা বিচার করবেন কিভাবে? সেই বুদ্ধির পরিমান করবেন আজ আমাদের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে। কিন্তু সাথেই লাগবে খানিক গণিত। ছোটবেলার সেই গণিত আবারো ফিরে এসেছে ঘরে ঘরে। মানে আপনার কাছে থাকা স্মার্ট ফোনের সাহায্যেই বুদ্ধি ও গণিতের খেলা খেলতে পারবেন। সোশ্যাল মিডিয়া আপনাকে সুযোগ দিচ্ছে আবারো একবার অংক করা ও শেখার। মজার ও দুর্দান্ত এই খেলার প্রশ্নটি দেখে নিন।

25×25÷25-25+25=?

অর্থাৎ সেই প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটাই আপনাকে বের করতে হবে। মাত্র ৫ % মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। দেখুন শুধুমাত্র +,-,×,÷ সব কিছুই আছে একটা অংকের মধ্যে। সেগুলি নির্দিষ্ট ব্যবহার করে সঠিক উত্তর বের করতে হবে। ১৫ সেকেন্ডের মধ্যে আপনাকে সঠিক উত্তর দিতে হবে। খুব ভালো করে প্রশ্নটি প্রথমে পড়ুন। তারপরে বিশেষ প্যাটার্ন বা নিয়ম খুঁজে বের করার চেষ্টা করুন। অংকের কিন্তু বিশেষ কিছু নিয়ম থাকে। সবগুলো ঠিক প্রয়োগ করলে সহজেই পেয়ে যাবেন এর উত্তর।

অন্যদিকে আপনার উত্তর দেওয়ার সময় শেষ হয়ে আসছে।

আর কিছু সময় বাকি।

৩…২…১…

সময় শেষ। এবার আমাদের উত্তরের সাথে আপনি যে অংকটি করেছেন সেটা মিলিয়ে দেখুন –

25×25÷25-25+25=?

> 625 ÷ 25-25+25

> 25- 25+25

> 25

তাহলে সেই প্রশ্নবোধক স্থানে বসবে 25। মুখে মুখে এই অংকের সমাধান কিন্তু করা সম্ভব হয়। এবার থেকে আশা করি এই মজাদার অংক গুলি দেখলে চটপট উত্তর দিতে পারবেন। আমরাই প্রতিদিন আপনাদের জন্য এই ধরণের প্রশ্ন নিয়ে হাজির হবো।