বুদ্ধির খেলা: 12+11×2-5=কত, সঠিক উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস

ছোটবেলার গণিত আবারো ফিরেছে এক নতুন রূপে। বইয়ের মধ্যে নয় বরং আমাদের ওয়েব সাইটের মধ্যে দিয়ে। আগে অংক না পারলে সটাং মায়ের হাত পড়তো পিঠে। তবে এই অংক না পারলে সবার সামনে খানিক সম্মান যাবে আর ঠাট্টা হবে তা আলাদা। আজকের অংকটি কোনো ক্লাসের অংক নয়। বরং এমনভাবে খেলার ছলে অংক হবে যা আপনি আগে কোনোদিনও ভাবেননি। এটা সহজ অর্থে IQ টেস্ট কিংবা ব্রেন টিজার বলা হয়।
সোশ্যাল মিডিয়া আপনাকে সুযোগ দিচ্ছে আবারো একবার অংক করা ও শেখার। সেই কারণেই মজার ও দুর্দান্ত ছোট একটি প্রশ্ন নয় হাজির হয়েছি। প্রশ্নে দেখুন বেশ কয়েকটি সংখ্যা ও যোগ, বিয়োগ কিংবা গুন দেওয়া রয়েছে। সেই প্রশ্নটি হচ্ছে ঠিক এইরকম-
12+11×2-5=?
অর্থাৎ সেই প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটাই আপনাকে বের করতে হবে। মাত্র হাতে গোনা কিছু মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। চিন্তা নেই ১৫ সেকেন্ড সময় আছে আপনার কাছে সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনারও সময় এখন থেকে শুরু হচ্ছে। এর মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করুন। খুব ভালো করে প্রশ্নটি প্রথমে পরুন। তারপরে বিশেষ প্যাটার্ন বা নিয়ম খুঁজে বের করার চেষ্টা করুন। যে প্যাটার্ন খুঁজে পেয়েছেন সেইভাবে অঙ্কটির উত্তর খুঁজে বের করুন।
আপনার উত্তর দেওয়ার সময় শেষ হয়ে গেল। এবার নিচে আমরা স্টেপ বাই স্টেপ আমরা অংকটি করবো। আপনারা নিজেদের করা অংকটি মিলিয়ে দেখে নিন।
12+11×2-5=?
>12+22-5
> 34 – 5
> 29
তাহলে সেই প্রশ্নবোধক স্থানে বসবে 29। খুব সহজ এই অংকের উত্তর মুখে মুখেই বের করা সম্ভব। এবার থেকে আসা করি আপনাদের এই ধরণের অংক করতে কোন সমস্যা হবে না। আমরা প্রতিদিন আপনাদের জন্য এই ধরণের প্রশ্নের অফুরন্ত ডালি নিয়ে হাজির হবো।