Offbeat

বুদ্ধির খেলা: ছবি দেখে বলুন তো উত্তর কত হবে, সমাধান করতে বুদ্ধিমানরাও চুল ছিঁড়ছে

Math Puzzle: সোশ্যাল মিডিয়ায় তথা মিডিয়ায় মাঝেমধ্যেই ভাইরাল হচ্ছে নানান ধরনের মজার মজার খেলা। কখনো খুঁজে বার করতে হচ্ছে লুকিয়ে থাকা সংখ্যা তো কখনো আবার সমাধান করতে হচ্ছে কঠিন অঙ্কের। দৃষ্টিভ্রমকারী এই সমস্ত খেলাগুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা অঙ্কের ধাঁধা (Math Puzzle)।

আসলে অঙ্কের সমাধান করলে বা অপটিক্যাল ইলিউশন এর মতো খেলার সমাধান করলে বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা। আর তাই আপনাদের বিনোদন জগতে নিত্যদিন এমন অনেক খেলা নিয়ে হাজির হয় humppy.com। আজও চলে এসেছি আমরা। আজকের প্রতিবেদনে তুলে ধরা হল অঙ্কের ধাঁধা। এই খেলার সমাধান করার জন্য আপনাদের দেওয়া হল মাত্র 20 সেকেন্ড

সমাধান সূত্র,

টেনিস বল = 6, বাস্কেট বল = 5, ফুট বল = 2

সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

ভালো করে প্রথমে ছবিটি দেখুন। এবার করুন সমাধান। ওপরে যে সমাধান সূত্র দেওয়া হল সেগুলি ভালো করে সরলীকরণ করলেই পাওয়া যাবে উত্তর। যারা উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা। তবে যারা পারেননি তাদের সুবিধার জন্য অঙ্কটি করে দেওয়া হল।

12×6=72
10-6÷2=7
5+12=17
12+5×2=22

যাই হোক, উত্তর দিতে না পারার কারণে হতাশ হবেন না যেন। আগামীতে এমন অনেক মজার মজার খেলা নিয়ে হাজির হবো আমরা।