Offbeat

বুদ্ধির খেলা : 8+3=3, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, 30 সেকেন্ডে সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

Brain Teaser: অঙ্ক অনেকেরই পছন্দের বিষয়। অনেকেই আবার ছোটোবেলায় অঙ্ক দেখলেই ভয়ে পালিয়ে যেতেন। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয়তা বেড়েছে অঙ্কের ধাঁধার (Math Puzzle)। এমন অনেকেই আছেন যারা মনোযোগ দিয়ে সমাধান করছেন এই ধাঁধাগুলির। আসলে এ ধরনের ধাঁধা সমাধানের ফলে প্রকাশ্যে আসে আমাদের সুপ্ত জ্ঞান। আবার এগুলি বাড়িয়ে তোলে মস্তিষ্কের কার্যক্ষমতা। আর তাই সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে অঙ্কের ধাঁধার (Math Puzzle)।

humppy.com প্রত্যেকদিন নিয়ম করে নানান ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) কিংবা অঙ্কের ধাঁধা (Math Puzzle) নিয়ে হাজির হয় আপনাদের জন্য। আজও সময় মতন চলে এসেছি আমরা। যদিও আজকের প্রতিবেদনে যে অঙ্কটি তুলে ধরা হয়েছে সেটি সমাধান করা বেশ কঠিন। এমনকি জিনিয়াসরাও দিতে পারেননি এর সঠিক উত্তর। আপনি একবার চেষ্টা করে দেখবেন নাকি? সময় কিন্তু মাত্র 30 সেকেন্ড

সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

আজকের প্রতিবেদনে যে অঙ্কটি তুলে ধরা হলো সেটি হলো

সমস্যা 8 + 3 = 3

সমাধান, 6 +3=9

যারা সমাধান করতে পারেননি তাদের জন্য অঙ্কটি ভেঙে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হল। ছবিটির দিকে ভালো করে তাকান। দেখুন বাম দিকে লেখা রয়েছে 8+3 এবং ডান দিকে লেখা রয়েছে 3। এবার আপনি যদি 8 এর থেকে একটি মাত্র কাঠি সরিয়ে নিয়ে এটিকে 6 করুন অন্যদিকে ডানদিকে অবস্থিত 3 এর সঙ্গে জুড়ে দিন সেই কাঠি। তাহলেই এটি হয়ে যাবে 9। অর্থাৎ 6+3=9।