Offbeat

বুদ্ধির খেলা : 7×8=24, দু’টি কাঠি যোগ কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ্ক, সঠিক উত্তর দিলেই আপনি জিনিয়াস

Brain Teaser: বর্তমান সময় 8 থেকে 80 সকলেই অবসর সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। আসলে এই প্ল্যাটফর্ম আমাদের বিনোদন জোগাতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন এমন বেশ কিছু ছবি ভাইরাল হয় যা খুব সহজেই আমাদের দৃষ্টিভ্রম করতে পারে। এ ধরনের খেলা গুলিকে বলা হয় অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) কিংবা ব্রেন টিজার (Brain Teaser)। আসলে আমাদের আশেপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা এ ধরনের ধাঁধা সমাধান করতে পটু। আর তাদের কথা চিন্তা করেই নিত্যদিন সামাজিক মাধ্যমে ফুটে ওঠে এমন নানান ছবি।

humppy.com নিত্যদিন আপনাদের জন্য নিয়ে আসে নানান মজার মজার খেলা। আজকেও কিন্তু হলো না তার অন্যথা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখান থেকে কোনো অক্ষর কিংবা নম্বর খুঁজে বের করতে হবে না। ঈগলের দৃষ্টি দিয়ে খুঁজতে হবে না দুটি ছবির মধ্যে পার্থক্য। বরং বুদ্ধি খাটিয়ে করতে হবে ধাঁধার সমাধান। এজন্য অবশ্য খুব অল্প সময় দেওয়া হবে আপনাদের।

আসলে এ ধরনের ধাঁধা সমাধানের রয়েছে নানান উপকারিতা। এগুলি একদিকে যেমন মস্তিষ্কের নানান জট খুলে দেয় ঠিক তেমনই উন্নত করে চিন্তা ভাবনাকে। যাইহোক এবার ধাঁধায় ফিরে আসা যাক, আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হলো সেখানে দেখা যাচ্ছে ম্যাচিস কাঠি দিয়ে লেখা হয়েছে (7×8 = 24)। বুঝতেই পারছেন এই অঙ্কটি কিন্তু ভুল। সঠিক অঙ্কের উত্তর দিতে হবে আপনাদের। সময় মাত্র 10 সেকেন্ড

আপনাদের সময় শুরু হল এখন

10

9

8

6

5

3

1

উত্তর খুঁজে পাওয়া গেছে? আচ্ছা দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, মাত্র দুটি ম্যাচিস কাঠি যোগ করলেই কিন্তু মিলে যাবে উত্তর।

সময় শুরু হল এখন

10

9

8

7

6

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

ছবিটির দিকে ভালো করে তাকান। ছবির বামদিকে লেখা আছে 7×8 এবং ডান দিকে লেখা আছে 24। এবার আপনি বাম দিকে লেখা 7 নম্বরটির সঙ্গে দুটি ম্যাচিস কাঠি যোগ করুন। অর্থাৎ এই সংখ্যাটি হয়ে যাবে 3। উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই। উত্তরটি হল (3×8 =24)।

যারা উত্তর দিতে পেরেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তবে যারা দিতে পারেননি তারা কিন্তু আবার মন খারাপ করে বসে থাকবেন না। খুব শীঘ্রই এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।