OffbeatBrain Teasers

বুদ্ধির খেলা: 5+6=3, একটি কাঠি সরালেই মিলবে অঙ্ক, সমাধান করতে মাথা চুলকাচ্ছেন বুদ্ধিমানরাও

ধাঁধা সমাধান করতে ভালোবাসেন কম বেশি সকলেই। স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এ ধরনের খেলা গুলি। বেশিরভাগ মানুষের পছন্দ অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। আবার যারা অঙ্ক করতে ভালোবাসেন তারা অবসর কাটিয়ে নেওয়ার জন্য বেছে নিচ্ছেন দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzle)। তবে ধাঁধা যেমনই হোক না কেন, এগুলি সমাধান করতে পারলেই কিন্তু খুলে যায় মস্তিষ্কের জটিল জট। এমনকি চোখের দৃষ্টিশক্তি এবং মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নিতে অনেকেই ভরসা রাখেন এ ধরনের খেলায়।

Today’s Matchstick Puzzle

ধাঁধার সমাধান সাধারণত ভীষণ মজার এবং আকর্ষণীয়। আর সে কারণেই তো Humppy.com আপনাদের জন্য নিত্যদিন নিয়ে আসে মজার মজার ধাঁধা। আজকেও কিন্তু সেই রেশ বজায় রেখে চলে এসেছি আমরা। প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দেশলাই কাঠি দিয়ে সাজিয়ে একটি অঙ্ক তৈরি করা হয়েছে। যেখানে লেখা আছে, 5+6=3, না না ভয় পেয়ে যাওয়ার কিছুই নেই অঙ্কটি ভুল রয়েছে। সঠিক উত্তরটি দিতে হবে আপনাদের। তাও আবার 15 সেকেন্ডের মধ্যে।

কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে

সময় কিন্তু বয়ে চলেছে নিজের তালে

তাড়াতাড়ি করুন সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

সমাধান করতে পারলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই অঙ্কের সমাধান করার জন্য একটি দেশলাই কাঠির স্থান পরিবর্তন করতে হবে।

দ্বিতীয়বার শুরু হলো কাউন্টডাউন।

আর বাকি মাত্র কয়েক সেকেন্ড

5

4

3

2

1

সময় শেষ, এবার উত্তর দেখে নেওয়ার পালা।

দেশলাই কাঠি দিয়ে তৈরি করা এই অঙ্কের মাঝখানে অবস্থিত প্লাস চিহ্নটি থেকে লম্বা কাঠিটি নিয়ে 5 এর ফাঁকা জায়গাটিতে জুড়ে দিতে হবে। তাহলেই হয়ে যাবে 9। অর্থাৎ অঙ্কটি দাঁড়াবে, 9-6=3