×
Offbeat

নিজেকে জিনিয়াস মনে করেন? তাহলে বলুন এই বৃত্তে লেখা সংখ্যাটি কত, ৯৯% মানুষ বলতে পারে না

প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় (Social Media) কত কিছুই না ভাইরাল হয়। কখনও হাসির জোকস, আবার কখনও মাথা গুলিয়ে দেওয়া ধাঁধা। কিছু কিছু এমন ধাঁধা থাকে, মানুষ যেগুলির উত্তরই দিতে পারেন না। আর উত্তর দিলেও কোনটি সঠিক সেটা বোঝা সম্ভব হয়ে ওঠে না। ঠিক তেমনই একটি ধাঁধা সামনে এসেছে এবার টুইটারের (Twitter) মাধ্যমে। আসলে এটি একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)।

নিজেকে জিনিয়াস মনে করেন? তাহলে বলুন এই বৃত্তে লেখা সংখ্যাটি কত, ৯৯% মানুষ বলতে পারে না -

সাদা-কালো দাগের মধ্যে বৃত্তাকার একটি ছবি। যার মধ্যে লেখা আছে অস্পষ্ট কিছু শব্দ। প্রথম বার দেখলে মনে হবে কিছুই নেই। তবে আসলে ঠিক তা নয়। এই অপটিক্যাল ইলিউশন খেলাটির মজা এখানেই। যাদের চোখের দেখার ক্ষমতা বেশি তারা অনায়েসেই এই সমস্যাটি সমাধান করতে পারবেন।

‘Benonwine’ নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে এই ফটোটি আপলোড করা হয়েছিল। যার ক্যাপশনে লেখা হয়েছে – ‘তোমরা কি কোনো সংখ্যা দেখতে পাচ্ছ? যদি পেয়ে থাকো তাহলে সংখ্যাটি কত?’ এর পরেই নেটিজেনরা এই ধাঁধার লড়াইতে নেমে পড়েছেন। কেউ বলেছেন দেখা যাচ্ছে একটি সংখ্যা ‘528’ আবার কেউ কেউ বলেছেন সংখ্যাটি আসলে ‘15283’। এখনও পর্যন্ত মাত্র 99% মানুষ ভুল উত্তর দিয়েছে, কেবলমাত্র 1% মানুষ সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে।

আপনার উত্তর তাহলে কত? দেখুন তো আপনার উত্তর সঠিক উত্তরের সাথে মেলে কি না। যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনার দৃষ্টি শক্তি খুবই উজ্জ্বল। সঠিক উত্তর হলো – 3452839। যাদের উত্তর মিললো না, তাদের চিন্তার কারণ নেই। আমরা আপনাদের জন্য আবারো এমন মজার অপটিক্যাল ইলিউশন নিয়ে হাজির হবো খুব শীঘ্রই।