OffbeatVideoViral Video

‘হটবম্ব’ নোরা ফাতেহির ‘Kusu Kusu’ গানে রাস্তার মাঝে তুমুল নাচ কিশোরীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে যেন সব কিছুই হয়। ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক ভাইরাল হতে কোনো সময়ে নেয় না। নিজের প্রতিভা যে কোনো বয়সেই দেখানো যাবে। সম্প্রতি সেরমই বাচ্চা একটি মেয়ের নাচ ভাইরাল হলো ফেসবুকের মাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার মাঝে হিন্দি গানে দারুন নাচ করছে একটি মেয়ে। অফ হোয়াইট রঙের স্কার্ট ও স্লীভলেস ব্লাউস পড়েছে যা খুব সুন্দর মানিয়েছে তাকে। তার সাথেই হাই হীলস, কানে বড় দুল, ঠোঁটে লিপস্টিক ও খোলা চুল অসম্ভব সুন্দর লাগছে তাকে।

নোরা ফাতেহী (Nora Fatehi) বিখ্যাত ‘কুসু কুসু’ গানে তাকে নাচতে দেখা গেছে। এই মুহূর্তে বলিউডের সব থেকে ভালো মহিলা ড্যান্সর হিসাবে ইরাকের এই সুন্দরীর নাম উঠে আসে। এই নাচের মাধ্যমে বলা যায় বেশ একটা টক্কর দিয়েছে তাকে মেয়েটি।

আমেরিকা নিবাসী আট বছরের মেয়েটির নাম আহানা, যিনি নিয়মিত নাচের ভিডিও বানান। ২০ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। তার সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে তার উদ্দেশ্যে। ভারত থেকে অনেক দূরে থাকলেও হিন্দি গানে তার নাচ নেটিজেনদের মন কেড়েছে।

Related Articles

Back to top button