Matchstick Puzzle: ‘9+9=6′, দু’টি কাঠি তুলে নিলেই মিলবে অঙ্ক, সমাধান করতে চুল ছিঁড়ছে জিনিয়াসরাও
Matchstick Puzzle: 9+9=6, দুটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, সমাধান করতে পারছেন না গণিত প্রেমীরা

Matchstick Puzzle: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হোক কিংবা ব্রেন টিজার (Brain Teaser)। কমবেশি আমাদের সকলের কাছেই বেশ প্রিয় এই খেলা গুলি। সবচেয়ে মজার বিষয় হল স্মার্টফোন এবং ইন্টারনেটের দুনিয়ায় এই সমস্ত খেলা আমাদের হাতের মুঠোয়। ধাঁধার এ ধরনের খেলায় কখনো একটি ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় ভুল কখনো আবার কোনো শব্দ বা অক্ষর খুঁজে বার করতে হয়। আবার মাঝে মধ্যেই সমাধান করতে হয় দেশলাই কাঠি (Matchstick Puzzle) দিয়ে তৈরি আজব অঙ্কের। তবে ধাঁধা যেমনই হোক না কেন। এই ধরনের খেলাগুলো কিন্তু বেশ মজাদার এবং আকর্ষণীয়।
Today’s Matchstick Puzzle
একটা সময় দেশলাই কাঠি ব্যবহৃত হতো কেবলমাত্র আগুন জ্বালানোর জন্য। আর বর্তমানে সেই দেশলাই কাঠি ব্যবহার করেই তৈরি করা হচ্ছে জটিল ধাঁধার। নিত্যদিনের মতোই Humppy.com একটি মজার খেলা নিয়ে এসেছে আপনাদের জন্য। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো দেশলাই কাঠি দিয়ে তৈরি কঠিন অঙ্ক। আর সেই অঙ্কটি সমাধান করতে হবে 10 সেকেন্ডের মধ্যে।
9+9=6, কী হল অঙ্কটা দেখেই ঘাবড়ে গেলেন নাকি? ভাবছেন কীভাবে সম্ভব? আসলে এই অঙ্কটা ভুল রয়েছে। সঠিক উত্তর দিতে হবে আপনাদের। তাহলে আর দেরি কেন অঙ্ক কষতে শুরু করে দিন। তবে সুবিধার জন্য জানিয়ে রাখছি, কেবলমাত্র দুটি দেশলাই কাঠি সরিয়ে নিলেই সমাধান পাওয়া যাবে সহজেই।
সময় শুরু হয়ে গেছে
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
আপনাদের আগেই জানিয়েছি অঙ্কের সমাধান করতে হলে সরিয়ে নিতে হবে কেবলমাত্র 2 টি দেশলাই কাঠি। দেখুন ছবির বাম দিকে লেখা রয়েছে, 9+9 এবং ডান দিকে লেখা রয়েছে 6। দেশলাই কাঠি দিয়ে তৈরি করা এই অঙ্ক সমাধান করতে চাইলে বাম দিকের দুটি 9 থেকে যদি আমরা একটি করে দেশলাই কাঠি সরাই তাহলে সেটি হয়ে যাবে 3+3। অর্থাৎ অঙ্কটি দাঁড়াবে, 3+3=6। দেখুন মিলে গেছে অঙ্ক।