চোখের ধাঁধা : ৯৯% ব্যর্থ! পাশাপাশি দু’টো ছবির মধ্যে রয়েছে ৫ টি পার্থক্য, খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: একটি মেয়ে খুব সুন্দর ছবি আঁকছে। এই বয়সেই এমন প্রতিভা চোখে লাগার মতো। সাথেই সেই ছবিতে পাশে আবার একটি সুন্দর সারমেয়কে দেখা যাচ্ছে। কিন্তু এক মিনিট! এই ফটোর পাশেও তো ঠিক একইরকম আরেকটি ফটো দেখা যাচ্ছে। কিন্তু একই রকম দেখতে এই ফটোতে কিছু ভুল আছে। আমাদের এই প্রতিবেদনের মধ্যে থেকে সেই ভুল অনেকেই খুঁজে বের করেছেন।
এবার আপনার পালা। পারবেন এই দুটি ছবির থেকে ভুল গুলিতে খুঁজে বের করতে। এমন চ্যালেঞ্জ আপনি নিতে প্রস্তুত তো। তাহলে কিন্তু এই ফটো থেকে আপনাকে মোট পাঁচটি ভুল খুঁজে বের করতে হবে। অতিরিক্ত কোনো সময় নয়। বরং নির্দিষ্ট একটি সময়ের মধ্যেই এই উত্তর দিতে হবে আপনাকে। কি তাহলে আপনি চ্যালেঞ্জ নিলেন?
আপনাকে ২০ সেকেন্ড দেওয়া হবে। যার সময় শুরু হয়েও গেল। তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন। সময় কিন্তু চলছে আপনার। ভালো করে চেষ্টা করুন। কি পাঁচটি পার্থক্য খুঁজে পেয়েছেন। না পেলেও সমস্যা নেই আমরা খুঁজে দিচ্ছি।
১) শিশুটি প্রথম ফটোতে ছোট হাতা জামা পরে থাকলেও দ্বিতীয় ফটোতে সেই জামা হয়ে গেছে বড়ো।
২) গাছের যে ছবি এঁকেছে তা ছোট, কিন্তু দ্বিতীয় ফটোতে তা বড়ো হয়ে গেছে।
৩) প্রথম ফটোতে পেন্সিল মুখ ঘুরিয়ে রাখা যা দ্বিতীয় ফটোতে পাল্টে গেছে।
৪) প্রথম ফটোতে টেবিলে একটা রাবার দেখা গেলেও দ্বিতীয় ফটোতে তা নেই।
৫) টেবিল লাম্পের সুইচ সেখানে গোল থাকলেও পরবর্তীতে হয়ে গেছে চৌকানো।
নিচে বোঝার সুবিধার জন্য মার্ক করে দেওয়া হলো। যারা পাঁচটি পার্থক্য খুঁজে পেয়েছেন অবশ্যই তাদের বলতে হবে জিনিয়াস।